বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দিল্লি হিংসায় প্রথম শাস্তি ,
দীনেশ যাদবের জেল

নয়াদিল্লি: দিল্লির হিংসায় দীনেশ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১২ হাজার টাকার জরিমানার নির্দেশ দিল আদালত। ওই মামলায় এই প্রথম কোনও দোষীর শাস্তি হল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা কার্যত দাঙ্গার চেহারা নেয়। মৃত্যু হয় কমপক্ষে ৫৩ জনের। আহত হন প্রায় ৭০০ জন। ওই ঘটনায় ৭৩ বছরের বৃদ্ধা মানোরি দেবীর বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে দীনেশের বিরুদ্ধে। পুলিসে দায়ের করা অভিযোগে বৃদ্ধা জানান, দীনেশ সহ প্রায় ১৫০-২০০ উন্মত্ত লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়। মূল্যবান জিনিসপত্র লুটপাটের পাশাপাশি একটি মোষও নিয়ে যায় তারা। সেই অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের ৮ জুন গ্রেপ্তার হয় দীনেশ। তারপর গতবছর ৩ আগস্ট সিটি কোর্ট তার বিরুদ্ধে চার্জ গঠন করে। আদালতে পুলিস জানায়, ২৫ ফেব্রুয়ারি রাতে মানোরি দেবীর বাড়িতে হামলায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল দীনেশ। অন্যদিকে, হিংসা চলাকালীন ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি আম্বেদকর কলেজের সামনে দীপক নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। 

21st     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ