বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দ্বিতীয় যাত্রী সংরক্ষণ তালিকার কী দরকার?
সংসদীয় স্থায়ী কমিটির প্রশ্নের মুখে রেলমন্ত্রক

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ট্রেনের সেকেন্ড রিজার্ভেশন চার্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল রেলের সংসদীয় স্থায়ী কমিটি। লোকসভায় ভারতীয় রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) নিয়ে পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ‘আচমকা ট্রেনে সফর করতে হলে তৎকাল কোটার সুবিধেই আছে যাত্রীদের জন্য। শেষ মুহূর্তে সেকেন্ড চার্টের উপর কতজন নির্ভর করেন? বরং এতে দালালদের দৌরাত্ম্য বাড়ে।’ একইসঙ্গে রেলমন্ত্রককে সুপারিশ করা হয়েছে, ফার্স্ট রিজার্ভেশন চার্ট তৈরির পরই খালি থাকা আসন বণ্টন করা হোক আরএসি অথবা ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য। 
রিপোর্টে রেলের সংসদীয় স্থায়ী কমিটি জানিয়েছে, দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরুর অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা আগে তার প্রথম যাত্রী সংরক্ষণ তালিকা তৈরি করে ফেলা হয়। টিকিট কনফার্ম না হওয়া যাত্রীরা পড়ে থাকেন আরএসি (রিজার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন) অথবা ওয়েট লিস্টে। যেমন যেমন কনফার্ম টিকিট বাতিল অথবা আপডেট হয়, সেইমতো আরএসি বা ওয়েট লিস্টের যাত্রীদের আসন সংরক্ষণ করা হয়। সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট থেকে পাঁচ মিনিট আগে পর্যন্ত সময়ে দ্বিতীয় যাত্রী সংরক্ষণ তালিকা প্রস্তুত করে রেল। এই সময়ে কোনও যাত্রী অনলাইনে অথবা পিআরএস কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। কার্যত এর যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছে রেলের সংসদীয় স্থায়ী কমিটি। সুপারিশে তারা বলেছে, সেকেন্ড রিজার্ভেশন চার্ট তৈরির আদৌ প্রয়োজনীয়তা আছে কি না, তা রেলের খতিয়ে দেখা উচিত। কারণ এই সময়ে কাটা টিকিট কনফার্ম হওয়া প্রায় অসম্ভব, যেহেতু তার আগে হাজার হাজার টিকিট আরএসি অথবা ওয়েট লিস্টে আছে। এই প্রসঙ্গেই সংসদীয় স্থায়ী কমিটি আশঙ্কা, এর ফলে দালালদের রমরমা বাড়ে। কারণ ‘লাস্ট মিনিট রাশ’ সামাল দিতে অনেকেই বেআইনি পদ্ধতির আশ্রয় নেন। উল্লেখ্য, দূরপাল্লার ট্রেনে টিকিট কনফার্মেশন অনেক সময়ই সাধারণ যাত্রীদের জন্য বিড়ম্বনার সৃষ্টি করে। সম্প্রতি এক আরটিআইয়ের জবাবে রেল বোর্ড জানিয়েছিল, টিকিট কনফার্ম না হওয়ায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২১ লক্ষ ৮৫ হাজার ৯৪৮ জন যাত্রীকে ট্রেনে জায়গা দেওয়া যায়নি। পরবর্তী ত্রৈমাসিকে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় ৩১ লক্ষ ১০ হাজার ৭৯৩। এই সামগ্রিক বিচারেই সংশ্লিষ্ট কমিটির সুপারিশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

6th     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ