বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আন্দোলনের সমাপ্তি নিয়ে
ভুল বার্তা দিচ্ছে সরকার
সরব কিষান মোর্চার নেতারা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ব্যাক চ্যানেল’ দিয়ে বাছাই করা কৃষক নেতাদের ফোন করে আন্দোলনে ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আগেই তুলেছিলেন আন্দোলনকারী কৃষকরা। এবার তাঁদের অভিযোগ, কৃষক আন্দোলনের সমাপ্তি নিয়ে বিভিন্ন মহলে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে সরকার পক্ষ। একইসঙ্গে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ৭ ডিসেম্বরই আন্দোলন শেষ হয়ে যাচ্ছে না। বকেয়া দাবি পূরণে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার ইতিবাচক বার্তা দিচ্ছে, ততক্ষণ এভাবেই বসে থাকবেন কৃষকরা।  রবিবার সারা ভারত কিষান সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, ‘কৃষকরা শখ করে গত এক বছর ধরে রাস্তায় বসে নেই। সরকার দাবি মেনে নিক। অথবা আলোচনা করে দাবিপূরণের ইতিবাচক বার্তা দিক। আন্দোলনকারীরাও পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু বকেয়া দাবি আগে পূরণ করতে হবে সরকারকে। নাহলে সীমানা ছেড়ে নড়ার কোনও প্রশ্ন নেই।’
রবিবার সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘দাবি পূরণ না হলে চাষিরা দিল্লির সীমানা থেকে নড়বেন না। এমনকী বিভিন্ন রাজ্যেও আন্দোলন চলবে।’ কিষান মোর্চা জানিয়েছে, মহারাষ্ট্রের ওয়ার্ধায় এই মোর্চার ৩৫৭ দিন, রাজস্থানের সোয়াই মাধোপুরে ৩২১ দিন, মধ্যপ্রদেশের সিওনিতে ৮১ দিন এবং মধ্যপ্রদেশেরই রেওয়াতে ৩৩৭ দিন ধরে আন্দোলন চলছে। প্রতিটিতেই একইভাবে আন্দোলন চালিয়ে যাবেন কৃষকরা। সূত্রের খবর, রবিবার সন্ধ্যা পর্যন্ত সেই কমিটির কোনও সদস্যর সঙ্গেই কেন্দ্র যোগাযোগ করেনি। এদিন সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, ‘গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখে দাবিদাওয়া জানানো হয়েছিল। কোনও উত্তর আসেনি। মোর্চা আশা করছে, আগামী দু’দিনের মধ্যে সরকার তার অবস্থান স্পষ্ট করবে।’ 
উল্লেখ্য, আগামীকাল, মঙ্গলবার সিঙ্ঘু সীমানায় ফের বৈঠক ডেকেছে কিষান মোর্চা। ওই বৈঠকেই তাঁদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন কৃষক নেতারা। 
 তিক্রি সীমানায় আন্দোলনরত কৃষকরা। 

6th     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ