বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

যোগীরাজ্যে ৯টি মেডিক্যাল কলেজ উদ্বোধন মোদির

লখনউ: সামনেই ভোট। সেই লক্ষ্যে উত্তরপ্রদেশে একসঙ্গে ন’টি মেডিক্যাল কলেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীপ্তকণ্ঠে তাঁর ঘোষণা, ‘আগামী দিনে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল দেশের মেডিক্যাল হাবে পরিণত হবে।’সোমবার যে ন’টি মেডিক্যাল কলেজের উদ্বোধন হয়েছে সেগুলি সিদ্ধার্থনগর, এটা, হরদই, প্রতাপগড়, ফতেপুর, দেওরিয়া, গাজিপুর, মির্জাপুর ও জৌনপুরে অবস্থিত। সিদ্ধার্থনগরে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে সুকৌশলে ভোটের প্রচারও করলেন তিনি। পূর্বতন সরকারকে একহাত নিয়ে মোদি বলেন, ‘একসঙ্গে ন’টি কলেজের উদ্বোধন এর আগে আর কখনও হয়েছে? তার প্রধান কারণ ছিল, রাজনীতিকে অগ্রাধিকার দেওয়া। কিন্তু, আমাদের অগ্রাধিকার, গরিবের অর্থ রক্ষা এবং তাঁদের সুযোগ সুবিধা দেওয়া।’ তিনি আরও বলেন, এই ন’টি মেডিক্যাল কলেজে আড়াই হাজারের বেশি বেডের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট পাঁচ হাজার কর্মসংস্থান হবে। ২ হাজার ৩২৯ কোটি টাকা ব্যয়ে মেডিক্যাল কলেজগুলি তৈরি হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘মুখ্যমন্ত্রী না হওয়া সত্ত্বেও যোগীজি সংসদে উত্তরপ্রদেশের খারাপ স্বাস্থ্য ব্যবস্থার কথা তুলে ধরে উন্নয়নের দাবি জানিয়েছিলেন। মানুষের তা ভুলে যাওয়া উচিত নয়।’

26th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ