বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ঋণে জর্জরিত বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যের কৃষকরা বোঝা
কম বাংলার চাষিদের, রিপোর্ট কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় গড় তো বটেই, দেশের বড় রাজ্যগুলির মধ্যে বাংলার কৃষক পরিবারের ঋণভার সবচেয়ে কম। সেই তুলনায় ‘ডবল ইঞ্জিন’ হওয়া সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যে চাষি পরিবারগুলি ঋণের দায়ে জর্জরিত। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টেই এই তথ্য পাওয়া গিয়েছে। গোটা দেশে কৃষক পরিবারের গড় ঋণ যেখানে ৭৪ হাজার ১২১ টাকা, সেখানে বাংলায় তা মাত্র ২৬ হাজার ৪৫২ টাকা। অন্যদিকে, মোদি-অমিত শাহর নিজের রাজ্য‌ গুজরাতের গড় কৃষক পরিবারের ঋণভারের অঙ্কটি হল ৫৬ হাজার ৫৬৮ টাকা। 
একইভাবে পরিসংখ্যান মন্ত্রকের অধীন ন্যাশনাল স্যাম্পেল সার্ভের ‘সিচুয়েশন অ্যাসেসমেন্ট অব এগ্রিকালচারাল হাউসহোল্ডস অ্যান্ড ল্যান্ড অ্যান্ড লাইভস্টক হোল্ডিংস অব হাউসহোল্ডস ইন রুরাল ইন্ডিয়া ২০১৯’র সদ্য প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত হরিয়ানা (১ লক্ষ ৮২ হাজার ৯২২ টাকা), হিমাচল প্রদেশ (৮৫ হাজার ৮২৫ টাকা), কর্ণাটক (১ লক্ষ ২৬ হাজার ২৪০ টাকা), মধ্যপ্রদেশ (৭৪ হাজার ৪২০ টাকা), উত্তরাখণ্ডের (৪৮ হাজার ৩৩৮ টাকা) গড় কৃষক পরিবারের ঋণভারের অঙ্ক। আর উন্নয়নের বুলি আওড়ানো যোগী রাজ্য উত্তরপ্রদেশে গড় কৃষক পরিবারের ঋণের পরিমাণ ৫১ হাজার ১০৭ টাকা। 
অর্থাৎ প্রধানমন্ত্রীর ঢাক পেটানো ডবল ইঞ্জিনের প্রায় প্রতিটি রাজ্যেই কৃষক পরিবারের ঋণের ভার বাংলার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে রাজনৈতিক মহলের মতে, ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’র বছরে ৬ হাজার টাকা নেওয়ার প্রকল্পে যোগ দিতে দেরি করায় বিজেপি এবং তার কর্তাভজারা যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় শোরগোল ফেলুক না কেন, আদতে পশ্চিমবঙ্গের কৃষক পরিবারের ঋণের বোঝা অন্য অনেক রাজ্যের চেয়ে কম। গোটা দেশে ৯ কোটি ৩০ লক্ষ ৯৩ হাজারের কিছু বেশি কৃষক পরিবার রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৬৬ লক্ষ ৮৯ হাজার পরিবার। 
দেশের ৫ হাজার ৯৪০টি গ্রামে সমীক্ষা করে সরকারি যে রিপোর্ট তৈরি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, দেশের কৃষক পরিবারের দৈনিক আয় মাত্র ৩৪০ টাকা ৬০ পয়সা। এর মধ্যে চাষের কাজ করে দিনে গড় আয় ১৩৫ টাকা ৪৩ পয়সা। বাংলার কৃষক পরিবার আয় করে দিনে ১২৪ টাকা। বাকি জমি লিজ দিয়ে, ফসলের একাংশের দাম সহ নানাভাবে আয় করতে হয়। জমি লিজ দিয়ে মাসে দেশের কৃষক পরিবারের গড় উপার্জন ১৩৪ টাকা। 
কৃষি কাজ সহ সংসার চালাতে প্রায় সব রাজ্যেই কৃষক পরিবারকে ঋণ নিতে হয়। সেক্ষেত্রে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক থেকেই ঋণ নেওয়ার প্রবণতা বেশি। গোটা দেশে গড় কৃষক পরিবার সাড়ে ৪৪ শতাংশ ঋণ নেয় উল্লেখিত ব্যাঙ্ক থেকেই। বাংলায় যার হার ৪২.৭ শতাংশ। তবে তারই মধ্যে চিটফান্ড, বাড়ির মালিক, মার্কেট কমিশন এজেন্টের কাছ থেকেও অনেকে ধার নেন। 
সরকারি সমীক্ষা বলছে, গোটা দেশে গড় কৃষক পরিবারের ৪.৫% এ ধরনের সংস্থা তথা ব্য঩ক্তির থেকে ঋণ নেয়। পশ্চিমবঙ্গে যা ৫.৬%। স্রেফ বাংলাই নয়, সব রাজ্যের চাষি পরিবারই ব্যাঙ্কের বাইরে চিটফান্ড, মার্কেট এজেন্টের থেকে ঋণ নেয় বলেই রিপোর্টে প্রকাশ।

15th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ