বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সহ সভাপতি পদে মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আমলা
যোগীকে ‘বার্তা’ বিজেপি শীর্ষ নেতৃত্বের

লখনউ: আগামী বছর যোগীর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে উত্তরপ্রদেশে বিজেপির সহ সভাপতি পদে বসানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন আমলা এ কে শর্মাকে। মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনই তাঁর অতি আস্থাভাজন হয়ে উঠেছিলেন শর্মা। প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রাক্তন এই আইএএস অফিসারকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিলেন মোদি। এই অবস্থায় উত্তরপ্রদেশ ভোটের আগে শর্মাকে যেভাবে রাজ্য বিজেপির সহ সভাপতি পদে বসানো হল, তা রাজনৈতিকভাবে যোগীর প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা বলেই মত বিশেষজ্ঞদের।
উত্তরপ্রদেশে মহামারী সামলাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ উঠতে শুরু করেছে। বেসুরো হতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বহু বিজেপি নেতাকেও। স্বাভাবিকভাবেই বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে বিজেপি। এই অবস্থায় চলতি মাসের গোড়ার দিকে দিল্লিতে উত্তরপ্রদেশ নিয়ে রিভিউ বৈঠকে বসে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আদিত্যনাথকে সামনে রেখে ভোটে যাওয়ার সিদ্ধান্ত হলেও, পরিস্থিতি যে বিশেষ অনুকূলে নেই, তা ভালোই টের পাচ্ছেন বিজেপির শীর্ষ নেতারা। এই অবস্থায় প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ শর্মাকে যোগী মন্ত্রিসভায় শামিল করানো হতে পারে বলে জল্পনা চলছিল গত কয়েক সপ্তাহ ধরেই। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীর পরিস্থিতি খতিয়ে দেখতেও পাঠানো হয়েছিল তাঁকে। ফলে, ভোটের আগে মুখ্যমন্ত্রী যোগীর উপর চাপ বাড়াতে মোদি ঘনিষ্ঠ শর্মাকে যে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে, তা নিয়ে গুঞ্জন চলছিলই। প্রাক্তন এই আইএএস অফিসারকে উত্তরপ্রদেশে দলের সহ সভাপতি পদে বসিয়ে বিজেপি সেই কাজটাই সেরে ফেলল বলে মনে করছে রাজনৈতিক মহল।

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ