বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে করোনা
পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলেন মালি

রাইসেন (মধ্যপ্রদেশ): পর্যাপ্ত কর্মী নেই। তাই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করলেন এক মালি! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাঁচির একটি সরকারি হাসপাতালে। ঘটনাচক্রে স্থানীয় বিধায়ক প্রভুরাম চৌধুরী আবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।  সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পরে যায়। অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের সমালোচনায় সরব হয়েছেন। 
জানা গিয়েছে, হাসপাতাল চত্বরে মালির কাজ করেন হল্কে রাম। সোমবার তিনিই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছিলেন। এক সাংবাদিক গোটা ঘটনার ভিডিও করেন। তারপরই ঘটনাটি জানাজানি হয়ে যায়। ব্লক মেডিক্যাল অফিসার (বিএমও) ডাঃ রাজশ্রী টিডকেও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তাঁর যুক্তি, কর্মীর অভাবের কারণেই মালিকে দিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, হাসপাতালের অর্ধেকের বেশি কর্মী করোনা আক্রান্ত। ফলে কর্মীর অভাব দেখা দিয়েছে। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। হল্কে রামের বক্তব্য, বিএমও অর্থাত্ রাজশ্রীদেবীই তাঁকে নমুনা সংগ্রহ করতে বলেছিলেন। সোমবারের পর মঙ্গলবারও ওই মালিকে একই কাজ করতে দেখা গিয়েছে।  রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানা যায়নি। 

14th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ