বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘বাবার নাম কী?’ ছেলের প্রশ্নে সামনে
এল ২৭ বছর আগের গণধর্ষণের ঘটনা 

শাহজাহানপুর ও ফতেপুর (পিটিআই): ২৭ বছর আগে গণধর্ষণ করা হয়েছিল। এতদিন সে সব নিয়ে রা করেননি মহলিা। কিন্তু এবার ছেলে বাবার নাম জানতে চাওয়ায়, সেই পুরনো ঘটনা সামনে এনে এফআইআর করলেন উত্তরপ্রদেশের উধমপুরের এক মহিলা। তিনি জানিয়েছেন, ১২ বছর বয়সে দু’জন একাধিকবার তাঁকে ধর্ষণ করায় তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন। পুলিস এখন ওই অভিযোগ জমা নিতে রাজি না হওয়ায় ওই মহিলা আদালতের শরণাপন্ন হন। শেষপর্যন্ত আদালতের নিদের্শেই পুলিস অভিযোগ জমা নেয়। এসপি (সিটি) সঞ্জয় কুমার জানিয়েছেন, ওই মহিলা ছেলেবেলায় দিদি ও জামাইবাবুর সঙ্গে থাকতেন। সেই সময় একদিন বাড়িতে একা পেয়ে নাকি হাসান নামে এলাকার এক যুবক তাঁকে ধর্ষণ করেন। পরে হাসানের ছোট ভাই গুড্ডুও তাঁকে ধর্ষণ করে। তারা একাধিকবার তাঁকে ধর্ষণ করে বলেই অভিযোগ করা হয়েছে। তখন তাঁর বয়স মাত্র ১২ বছর। এর ফলে ১৩ বছর বয়সেই তিনি অন্তঃসত্ত্বা হন। ১৯৯৪ সালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। জামাইবাবু তাঁকে গাজিপুর জেলার এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। কিন্তু, এই ধর্ষণ ও সন্তানের বিষয়ে জানতে পেরে বিয়ের ১০ বছর পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তখন তিনি ফের উধমপুরে ফিরে আসেন। ছেলেটি এখন সাবালক। তিনি মায়ের সঙ্গে দেখা করে বাবার নাম জানতে চান। এরপরই পুরো বিষয়টি সামনে আসে। সদর বাজার থানায় একটি গণধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। পুলিস ঘটনার তদন্তে নেমেছে। শীঘ্রই ছেলেটির ডিএন পরীক্ষা করা হবে বলেও তারা জানিয়েছে। তবে, এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, যোগীর রাজ্যে ফের ধর্ষণের ঘটনা সামনে এসেছে। নবম শ্রেণির ছাত্রী ১৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৬ বছরের এক নাবালকের বিরুদ্ধে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রটি তাকে কাছের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। জানা গিয়েছে, ছেলেটি একই এলাকার বাসিন্দা। এই ধর্ষণের ঘটনা ঘটেছে বুধবার। তবে, পুলিসের কাছে শুক্রবার অভিযোগ জমা পড়েছে। এরপরই ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সরকারি হাসপাতালে পাঠানো হয়।  

7th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ