বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সাধারণতন্ত্র দিবসে ভারতকে
শুভেচ্ছা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন ও হিউস্টন (পিটিআই): করোনার প্রকোপ থেকে মানুষকে রক্ষা করতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ভারত ও ব্রিটেন। সাধারণতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা জানিয়ে এমনই মন্তব্যই করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। নয়াদিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনসনের। কিন্তু, ব্রিটেনে গত বছরের শেষে নতুন স্ট্রেইনের করোনার দাপটে উদ্ভূত পরিস্থিতির কারণে সফর বাতিল করেন তিনি। এক ভিডিও বার্তায় জনসন  ভারতের সংবিধানের গুরুত্বের কথা তুলে ধরে বলেছেন, ‘এই সংবিধানই ভারতকে বিশ্বের সর্ববৃহৎ, সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাখতে পারিনি। তবে, আগামী কয়েক মাসের মধ্যেই ভারত সফরে আসব।’  
এদিকে, হিউস্টনের ভারতীয় দূতাবাসেও যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস পালিত হয়েছে। কনসাল জেনারেল অসীম মহাজন জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বার্তা পড়ে শোনানো হয়। করোনা মোকাবিলায় ভারতীয় বংশোদ্ভূতরা যেভাবে মার্কিনিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করেছেন, তার প্রশংসা করেন মহাজন। 

28th     January,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ