বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অনুমতি ছাড়া পার্ট-টাইম শিক্ষক নিয়োগ নয়, নির্দেশ ডিআইদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাদপ্তর তথা জেলা বিদ্যালয় পরিদর্শকদের ‘প্রায়র পারমিশন’ বা আগাম অনুমতি ছাড়া স্কুলে কোনও আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা যাবে না। ফের একবার বিজ্ঞপ্তি দিয়ে স্কুলগুলিকে একথা মনে করিয়ে দিচ্ছেন বিভিন্ন জেলার ডিআই। মাঝেমধ্যেই বিভিন্ন স্কুলের বিজ্ঞাপন প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, মাসিক ১২০০ থেকে ২০০০ টাকার বিনিময়ে বিষয়ভিত্তিক অস্থায়ী শিক্ষক চাওয়া হচ্ছে। শর্ত দেওয়া হচ্ছে, বিএড আবশ্যিক। স্কুলগুলি তা পেয়েও যাচ্ছে। তবে এমন ব্যবস্থা কাম্য নয় বলেই মনে করছেন শিক্ষাদপ্তরের আধিকারিকরা। এটা যেমন নিয়মের পরিপন্থী, তেমনই বেকার যুবকদের বঞ্চনাও বটে। পাশাপাশি, কোনও নিয়ন্ত্রণ ছাড়া এভাবে শিক্ষক নিয়োগ হলে পরে তাঁরা স্থায়ীকরণের দাবি জানিয়ে আন্দোলনও করতে পারেন। সেক্ষেত্রে বিপাকে পড়তে হবে সরকারকে।
শিক্ষকদের একটা বড় অংশ আবার মনে করছেন, এভাবে শিক্ষক নিয়োগ অনিবার্য হয়ে পড়েছে। কারণ, দীর্ঘদিন ধরে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হয়নি। উচ্চ প্রাথমিকে তো একেবারেই হয়নি। তবে চাপ বেশি উচ্চ মাধ্যমিক স্তরে। এই পর্যায়ের শিক্ষকের অভাব সবচেয়ে বেশি। অন্যদিকে, এই শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমেস্টার পদ্ধতি চালু হওয়ায় শিক্ষকও বেশি প্রয়োজন হবে। এই অবস্থার কথা মাথায় রেখে সংসদের কমিটি বৈঠকে ঠিক হয়েছিল, স্কুলগুলিকে অস্থায়ী শিক্ষক নিয়োগের অনুমতি দেওয়া হবে। তবে তার জন্য বেশ কিছু শর্তও আরোপ করা হয়েছিল। অভিযোগ, অনেক স্কুলই কোনও নিয়মের তোয়াক্কা না করে শিক্ষক নিয়োগ করছিল। শিক্ষাদপ্তর আগেই পার্শ্বশিক্ষকদের বেতনবৃদ্ধি সহ অবসরকালীন সুযোগ সুবিধা বাড়িয়েছে। তবে পার্শ্বশিক্ষক হিসেবে কোনও শিক্ষককে আর নিয়োগ করা যায় না। কারণ, এ ধরনের শিক্ষকরা সর্বশিক্ষা অভিযানের অধীনে নিযুক্ত হয়েছিলেন। এঁদের সরকারি স্বীকৃতি রয়েছে। তাঁদের দায়ও সরকারের। শিক্ষক নিয়োগের সময় তাঁরা কোটার সুবিধাও পেয়ে থাকেন। তবে অস্থায়ী শিক্ষকদের বিষয়ে সরকারের কোনও দায়িত্ব নেই। ১১ মাসের চুক্তিতে সাধারণত তাঁদের নিয়োগ করা হয়। কোনও ক্ষেত্রে আরও কম। শিক্ষকরা অবশ্য বলছেন, ‘অযোগ্য’ শিক্ষক নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। যদি বিরূপ রায় হয়, তাহলে অস্থায়ী শিক্ষক নিয়োগ করেই স্কুল চালাতে হবে সরকারকে। তাই এই ধরনের শিক্ষক নিয়োগের জন্য আগাম একটি বিধি প্রণয়নের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

19th     May,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ