বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

শাহের অপমানের জবাব, ১০০ টাকা ফিরিয়ে দেওয়ার নিদান অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ ও বারাকপুর: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০ টাকা বাড়ানোর কথা বলে বাংলাকে অপমান করেছেন অমিত শাহ। বুধবার সন্ধ্যায় ভিড়ে ঠাসা রোড শো করার পর জাফরপুর মোড়ে গাড়ির উপর দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ইভিএমে বোতাম টিপে এই অপমানের জবাব দিতে হবে। আর জুন মাসে আপনারা আপনাদের বেতন থেকে ১০০ টাকা অমিত শাহকে ফিরিয়ে দেবেন।’ পাশাপাশি তিনি বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু’কোটি ১২ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ৫০০ টাকা বাড়িয়েছেন। এই প্রকল্পে সরকারের ২৫ হাজার কোটি টাকা খরচ হয়।’  
কেন্দ্র সরকারের সমালোচনা করে অভিষেকের হুংকার, ‘এমনভাবে ইভিএমে বোতাম টিপুন, যাতে দিল্লিতে ভূমিকম্প হয়।’ ক্রমাগত মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম, ওষুধের দাম বেড়ে যাওয়া নিয়েও তিনি এদিন সোচ্চার হয়েছেন। বিজেপি মিথ্যা কথা বলছেন বলেও অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, ‘অমিত শাহ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এখানে দুর্গাপুজোর ছুটি দেন না। মিথ্যে কথা। গত বছর তিনি দশ দিন ছুটি দিয়েছিলেন। কোনও রাজ্যে ১১ দিন ছুটি দিলে আমরা রাজনীতি ছেড়ে দেব।’
এদিন সকালে পুরশুড়ার জনসভায় যোগ দেন অভিষেক। উপস্থিত শ্রোতাদের সতর্ক করে বলেন, ‘বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির ডেকে আনা।’ ইন্ডিয়া জোটের পক্ষেও সওয়াল করেন তৃণমূল এই নেতা। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশের সকল বিপিএল তালিকাভুক্ত মানুষকে ১০টি করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথা জানান। একইসঙ্গে ভারতের ৫০ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করেন। তারপরই রাজ্যের প্রতি কেন্দ্রের নানা বঞ্চনা নিয়ে সরব হন। জনগণের প্রতি তাঁর আহ্বান, ‘যারা একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে রেখেছে তাদের ২০ তারিখ উচিত শিক্ষা দিন।’ পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ‘আরামবাগ, খানাকুল, গোঘাট পুরশুড়ায় বিজেপির বিধায়ক রয়েছেন। ক’জন বিধায়ক মোদিকে চিঠি লিখে জানিয়েছেন, একশো দিনের টাকা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হোক। বিজেপির বিধায়করা যদি দেখাতে পারেন গত তিন বছরে প্রধানমন্ত্রী বা কোনও কেন্দ্রীয় মন্ত্রী ১০ পয়সা দিয়েছেন, তাহলে ভোট চাইতে আসব না। বিজেপি আরামবাগের জন্য কি করছে তার রিপোর্ট কার্ড প্রকাশ করার কথা বলেন ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, ‘আমরা বলছি বৈচিত্র্যের মধ্যে একতা। ওরা হিন্দু মুসলমান, তফসিলি জাতিদের মধ্য ভাঙন ধরাচ্ছে। এলাকায় এলাকায় যান দেখবেন ভদ্রলোকেরা বিজেপি করে না।’ 
অভিষেকের মন্তব্য প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, ‘উনি ভুলে গিয়েছেন ২০১৯ ভোটে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। একুশের বিধানসভায় আরামবাগে তৃণমূল ধুয়েমুছে গিয়েছিল। সকলস্তরের মানুষ আমাদের ভোট দিয়েছিলেন।’  

16th     May,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ