বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মোদিকে হারান দেশ বাঁচান: মমতা

অভিজিৎ চৌধুরী ও দীপন ঘোষাল: সাহাগঞ্জ ও জগৎবল্লভপুর: ‘সব কা সাথ সব কা বিকাশ’ আর ‘বহুত হো গ্যয়ি মেহেঙ্গাই কা মার/আব কী বার মোদি সরকার’—জনমোহিনী এই দুই স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালে গদিতে আসীন হয়েছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। কিন্তু ১০ বছরের গেরুয়া শাসনে ‘বিকাশ’ কোথায়? মূল্যবৃদ্ধির দাপটই বা কমছে না কেন? বিপর্যস্ত আমজনতার সঙ্গেই নির্বাচনী প্রচার পর্বে এ প্রশ্ন বারবার তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলি ও হাওড়া জেলার দুই প্রান্তের নির্বাচনী জনসভার মঞ্চে তিনি এই বিপর্যয় থেকে রেহাই পাওয়ার নিদান দিয়েছেন মানুষকে। দৃপ্ত কণ্ঠে তাঁর আহ্বান—‘এবারের নির্বাচনে দেশ আর সংবিধান বাঁচানোর লড়াই। মোদিকে হারান, দেশ বাঁচান। মোদি যাক, মানুষ থাক, সংবিধান থাক! বিজেপি যাক, মানুষ থাক, দেশ থাক!’ দলীয় প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন হুগলির সাহাগঞ্জে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হাওড়ার জগৎবল্লভপুরে সভা করেছেন মমতা। উভয় ক্ষেত্রেই  মাঠ ছাপানো জমায়েত সমস্বরে সায় দিয়েছে তৃণমূল সুপ্রিমোর আহ্বানে।   
মমতার আরও প্রশ্ন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জ্বালানির দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী কী করেছেন? উত্তর তিনি নিজেই দিয়েছেন, কিছুই না। তাঁর সাফ কথা, ‘কোটি কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর আত্মপ্রচার চলছে। তবুও তিন দফার ভোটের পর মোদিবাবুরা বুঝে গিয়েছেন, অবস্থা ভালো নয়। তাই মরিয়া হয়ে ব্যক্তি কুৎসা, মেরুকরণ-বিভাজনের মতো উস্কানিমূলক কথাবার্তা বলছেন।’ এই প্রসঙ্গেই তৃণমূলনেত্রীর কটাক্ষ—‘অনেক কিছু করছে। কিন্তু লাভ হবে না। ভোকাট্টা তোমায় হতেই হবে। ৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএমকে ছুড়ে ফেলেছি, বিজেপিকেও পারব।’ এর পাশাপাশি নতুন নিদান দিয়েছেন তিনি। বলেছেন, ‘একটা বাচ্চা ভুল করলে, তাকে একটা চড় মারা যায়। কিন্তু প্রধানমন্ত্রী ভুল করলে! গদিটাই উল্টে দিতে হয়।’
নির্বাচনী প্রচারপর্বে বিজেপির হাতিয়ার ‘মোদির গ্যারান্টি’! সেই গ্যারান্টি নিয়েই এদিন গেরুয়া শিবিরকে নিশানায় বিঁধেছেন মমতা। বলেছেন, ‘আমরা মুখে গ্যারান্টি দিই না। কাজে করে দেখাই। সাধ্য-সামর্থ্য অনুযায়ী মানুষকে আমরা পরিষেবা দিচ্ছি, দিয়ে যাব। আর ওরা (বিজেপি) নির্যাতন করছে, টাকা আটকে দিচ্ছে।’ গলার সুর সপ্তমে চড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, ‘বিজেপি এখন হুমকি দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার। কত ক্ষমতা! মনে রাখবেন, আমি এখনও বেঁচে আছি।’ দৃশ্যত ক্ষিপ্ত দেখিয়েছেন নেত্রীকে।  তিনি আরও বলেন, ‘গরিব মানুষের উন্নয়নের কাজে নাকি টাকা নেই! তাহলে তোমার পকেট থেকে বিজ্ঞাপনের টাকা আসছে কোথা থেকে? লুট করছ, টাকা তুলছ। আর সেই টাকা দিয়ে আত্মপ্রচার আর বিজ্ঞাপন হচ্ছে।  ১০০ দিনের মজুরির টাকা রাজ্য সরকার দিয়েছে। বকেয়া চাইতে গেলে, বলছে তৃণমূল দুর্নীতি করেছে। ৩০০ টিম পাঠিয়ে সব খোঁজখবর করল, একটাও অভিযোগ প্রমাণ করতে পারল না।’
বিজেপির তোলা রেশন দুর্নীতির অভিযোগের জবাবও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়,  ‘রেশনের টাকা দেয় না। অথচ দাবি করছে, ওরাই (কেন্দ্র) নাকি বিনামূল্যে রেশন দেয়। রেশনে লাগে ১৬ হাজার কোটি টাকা। কেন্দ্রের দেওয়ার কথা ৭ হাজার কোটি। সেটাও দেয়নি, আমাদেরই দিতে হয়েছে। অথচ মিথ্যার বেসাতি চলছেই। বাংলার মানুষই এর জবাব দেবে।’

12th     May,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ