বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

উচ্চ মাধ্যমিকে সরকারি স্কুলের ফল ভালো, খুশি শিক্ষক ও অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়েছে বুধবার। শুক্রবার মার্কশিট পেতে শুরু করেছেন ছাত্র-ছাত্রীরা। তাতে দেখা গিয়েছে, একাধিক প্রতিকূলতা সত্ত্বেও সরকারি স্কুলের পড়ুয়াদের ফল মোটের উপর ভালো হয়েছে। মেধা তালিকায় রয়েছেন ছ’জন। শীর্ষ স্থানে কোচবিহার সুনীতি অ্যাকাডেমির ছাত্রী প্রতীচী রায় হালদার। ষষ্ঠ মানশ্বী চন্দও একই স্কুলের ছাত্রী। আর এক ষষ্ঠ স্থানাধিকারী অভ্রকিশোর ভট্টাচার্য হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র। সপ্তম স্থানে রয়েছেন এই স্কুলের ছাত্র ঋতব্রত দাস। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌমিক ধবলের স্থান সপ্তম। অষ্টম স্থানে রয়েছেন কলকাতার হিন্দু স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ দত্ত।
রাজ্যের ৩৬টি সরকারি স্কুল থেকে তিন হাজার ৪০২ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন। পাশ করেছেন তিন হাজার ২৯৮ জন (পাশের হার ৯৬.১৯ শতাংশ)। আরও উল্লেখযোগ্য বিষয় হল, প্রায় পাঁচ শতাংশ ছাত্র-ছাত্রী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীর হার ১৮ শতাংশেরও বেশি। ৭০ থেকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছেন ২৫ শতাংশ। ৮০ থেকে ৬৯ শতাংশ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৭ শতাংশেরও বেশি। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘প্রধান শিক্ষক, শিক্ষক এবং শিক্ষাকর্মী পদ প্রচুর ফাঁকা পড়ে রয়েছে। তা সত্ত্বেও টিচিং-লার্নিং পদ্ধতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ফলে সাফল্য মিলেছে। তবে অকৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা আরও কম হওয়া কাম্য ছিল। ৯০ থেকে ১০০ শতাংশ পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা আরও বাড়বে বলেও আশা ছিল।’
স্কুল জীবনের শেষ। সহপাঠীদের সঙ্গে সেলফি শ্রীরামপুর বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের। -নিজস্ব চিত্র  

11th     May,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ