বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পিএসসির দুর্বল পরিকাঠামো নিয়ে উষ্মা, শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরিকাঠামো নিয়ে উষ্মা প্রকাশ করল হাইকোর্ট। রাজ্যে দীর্ঘদিন আগে পিএসসি তৈরি হলেও এখনও তার উপযুক্ত পরিকাঠামো তৈরি হয়নি। বৃহস্পতিবার মন্তব্য করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। পিএসসির চেয়ারম্যান পদ দীর্ঘদিন ফাঁকা থাকার ব্যাপারে এর আগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধান বিচারপতি এদিন বলেন, পিএসসি অফিসে পর্যাপ্ত জায়গা নেই। তিনি প্রশ্ন তোলেন, সঠিক পরিকাঠামো গড়ে তুলতে এত অনীহা কেন? এই প্রসঙ্গে তাঁর নিজের রাজ্যের মাদ্রাজ পিএসসির পরিকাঠোমোর কথাও উল্লেখ করেন তিনি। 
পিএসসির চেয়ারম্যান ও সদস্য পদ দীর্ঘদিন ফাঁকা থাকায় মামলা দায়ের হয় হাইকোর্টে। কিছুদিন আগে পিএসসির চেয়ারম্যান নিয়োগ করা হলেও একাধিক সদস্য পদ এখনও ফাঁকাই রয়েছে। মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ এদিন ওই প্রসঙ্গ উত্থাপন করেন। তবে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, নির্বাচনের কারণে এখনই সদস্য নিয়োগ করা যাচ্ছে না। সেই সূত্র ধরেই প্রধান বিচারপতি মন্তব্য করেন, এরাজ্যে অনেক আগে পিএসসি তৈরি হলেও তার পরিকাঠামোর ক্ষেত্রে এখনও বিশেষ ঘাটতি রয়ে গিয়েছে। তাই বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পিএসসির শূন্যপদ জুনের মাঝামাঝির মধ্যে পূরণ করতে হবে। 

10th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ