বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

‘সাদা কাগজে সই করিয়ে ধর্ষণ মামলা সাজিয়েছে বিজেপি’, তোপ সন্দেশখালির অভিযোগকারীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালি কাণ্ডে ফের নতুন মোড়। রাজ্য তথা জাতীয় রাজনীতিতে বহুল চর্চিত স্টিং অপারেশন বিজেপির বিরুদ্ধে ‘চক্রান্তের’ যে অভিযোগ তুলেছিল, সেই বারুদে বিস্ফোরণ ঘটল ওই জনপদেরই এক অভিযোগকারিণীর বিবৃতিতে। বুধবার সন্দেশখালির এক মহিলা দাবি করলেন, ‘সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মামলা সাজিয়েছে বিজেপি। আর এখন মিথ্যা মামলা থেকে সরে আসতে চাইলে মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে!’ শুধু তিনিই নন, এরকম আরও অভিযোগ সামনে আসতে শুরু করেছে।
লোকসভা ভোটপর্বের মাঝে এমন এক বিবৃতি খুব স্বাভাবিকভাবেই নতুন করে তোলপাড় ফেলেছে। তৃণমূলের সাফ কথা, সন্দেশখালি-২ মণ্ডলের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালের ‘স্বীকারোক্তি’তেই সিলমোহর দিয়েছেন ওই গৃহবধূ। তাঁর বয়ান, ‘আমি বাড়িতে ছিলাম না। মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। শাশুড়িকে থানায় ডেকে নিয়ে যায় বিজেপি নেত্রী পিয়ালি দাস। আমার শাশুড়িকে পিয়ালি বলেছিল, দিল্লি থেকে মহিলা কমিশন এসেছে। চলুন। থানার মধ্যে নিয়ে গিয়ে গেট আটকে দেওয়া হয়। শাশুড়িকে বলে তোমার অভিযোগ কী? উনি বলেন, রান্না করে টাকা পাইনি। এরপর সাদা কাগজ দেয়, বলে সই করুন। উনি সই করেন। তারপর বলে চলে যাও।’ বাড়ি ফিরে গোটা ঘটনা শুনে চমকে যান ওই গৃহবধূ। বিজেপি নেত্রী পিয়ালি দাসকে ফোন করেন। বধূর বক্তব্য, ‘পিয়ালিকে জিজ্ঞাসা করি, সাদা কাগজে সই কেন? কী ব্যাপার? ও বলে, ভয়ের কোনও কারণ নেই। এমনি অভিযোগ ছিল, তাই সই করিয়েছি। নিশ্চিন্তে থাকতে পারো। পরে জানতে পারলাম, উনি ধর্ষণের কেস করেছেন।’ 
অভিযোগকারিণীর দাবি, প্রথম থেকেই ‘মিথ্যা মামলা’ তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু পেরে ওঠেননি। স্টিং অপারেশন সামনে আসার পর সাহস করে প্রকাশ্যে এসেছেন। তাঁর বক্তব্য, ‘মধ্যরাতে এসে ধর্ষণ, গালিগালাজ, বা রাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার মতো কিচ্ছু হয়নি। মিথ্যা অভিযোগ করে সাজানো হয়েছে।’ কার্যত আতঙ্কের সুরেই তিনি বলেন, ‘বিজেপির রোষ যে আছড়ে পড়বে, আগে বুঝিনি। পিয়ালি দাসকে বলি, অভিযোগ মিথ্যা। কেসটা তুলে নেব। তখন পিয়ালি আমাদের অসভ্য, ছোটলোক বলে গালিগালাজ করে। ঘর থেকে বের করে দেয়। খুনের হুমকি দেয়, আর বলে, এরপর আবাসের সুবিধা এলে দেব না। আমাদের একঘরে করে দেওয়া হয়েছে। উল্টে আমাদের উপর ২০ লক্ষ টাকার মামলা চাপাবে বলেও হুমকি দিচ্ছে।’
অভিযোগকারিণীর বক্তব্যকে তুলে সরব হয়েছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, ‘কুলকিনারা না পেয়ে এখন সন্দেশখালির মহিলাদের হুমকি দিচ্ছে বিজেপি।’ পিয়ালি দাস অবশ্য সংবাদমাধ্যমে সাফাই দিয়েছেন, ‘আমাকে গ্রামের মানুষ ডেকেছিল। মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা হিন্দিতে কথা বলছিলেন। লোকাল ভাষা বুঝতে তাঁর অসুবিধা হচ্ছিল। থানার ১৯ ফেব্রুয়ারির সিসিটিভি ফুটেজ দেখলে দুধ কা দুধ পানি কা পানি সাফ হয়ে যাবে।’ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল ভয় দেখে এইরকম অনেক নাটক মঞ্চস্থ করবে। কিন্তু সত্যকে প্রতারিত করা যায়, পরাজিত করা যায় না।’

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ