বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পাশের হারে রেকর্ড উচ্চ মাধ্যমিকে, মেধা তালিকায় কলকাতা ও শহরতলির ২৭ জন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকে পাশের হার সমস্ত রেকর্ড ছাপিয়ে দাঁড়াল ৯০ শতাংশে। গাণিতিক হিসেব ধরলে তা ৮৯.৯৯৮ শতাংশ। আর এই হার ২০২২ সালে হোম সেন্টারে হওয়া উচ্চ মাধ্যমিকের পাশের হিসেবকেও ছাপিয়ে গিয়েছে। এ বছর ৬০ শতাংশ বা তার বেশি (আগের হিসেবে প্রথম বিভাগ) নম্বর পাওয়া ছাত্রছাত্রীর হারও গত বছরের তুলনায় বেশি। ৫০০-এ ৪৯৬ নম্বর (৯৯.২০ শতাংশ) পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীক দাস। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা (৪৯৫) এবং মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন। 
এ বছর প্রথম দশে রয়েছেন ৫৭ জন ছাত্রছাত্রী। এঁদের মধ্যে ছাত্র ৩৫ জন এবং ছাত্রীদের সংখ্যা ২৩। মেধা তালিকায় শুধুমাত্র হুগলি থেকেই রয়েছেন ১৩ জন। ৯ জন কৃতী নিয়ে বাঁকুড়া দ্বিতীয় স্থানে। সরকারি স্কুলের ৬ পড়ুয়া রয়েছেন মেধা তালিকায়। এ বছর ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ নিয়মিত পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন। পাশ করেছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পরীক্ষার্থীর সংখ্যায় ছাত্রীরা (৩ লক্ষ ৭৩ হাজার ৫১৯) ছাত্রদের (৩ লক্ষ ৬ হাজার ২৬৫) তুলনায় এগিয়ে। তবে, পাশের হারে ছাত্রীদের (৮৮.১৮ শতাংশ) পিছনে ফেলেছেন ছাত্ররা (৯২.৩২ শতাংশ)।
পাশের হারে জেলাগুলির মধ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর (৯৫.৭৭ শতাংশ)। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা (৯২.৮৭ শতাংশ) এবং পশ্চিম মেদিনীপুর (৯২.৭২ শতাংশ)। মোট ১০টি জেলার পাশের হার ৯০ শতাংশের উপরে। ভাষাগত মাধ্যমেও প্রথম স্থানাধিকারীদের তালিকাও প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উর্দু মাধ্যমে প্রথম হয়েছেন কলকাতার অঞ্জুমান গার্লস হাইস্কুলের ছাত্রী মোবাস্‌঩সেরা পারভিন (৪৭৭)। সাঁওতালি মাধ্যমে প্রথম বাঁকুড়া পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের ছাত্রী জ্যোৎস্না কিস্কু (৪৬৮)। নেপালি মাধ্যমে প্রথম হয়েছেন তিনজন। কালিম্পং গার্লস হাইস্কুলের রোজি খাতুন, দার্জিলিংয়ের সোনাদা হোলি ক্রস গার্লস হাইস্কুলের মমতা আগরওয়াল এবং কালিম্পংয়ের স্কটিশ ইউনিভার্সিটিজ মিশন ইনস্টিটিউশনের বিশান্ত বাসনেট। প্রত্যেকেই ৪৬১ পেয়েছেন।
এ বছর উচ্চ মাধ্যমিকের মার্কশিট বিলি করা হবে ১০ মে। তাতে থাকছে বিশেষ কিউআর কোড। মার্কশিটে পার্সেন্টাইল দেওয়া না হলেও অনলাইন মার্কস দেখার সময় তা জানতে পারছেন ছাত্রছাত্রীরা। মোট নম্বরের পার্সেন্টাইলের পাশাপাশি বিষয়ভিত্তিক পার্সেন্টাইলও দেওয়া হয়েছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী সময়ে মার্কসের পাশাপাশি পার্সেন্টইলের উল্লেখও থাকবে মার্কশিটে। ফলে অন্যান্য বোর্ডের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা আরও সমানে সমানে হবে। প্রসঙ্গত, আগামী বছর উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে ৩ মার্চ। আর শেষ হবে ১৮ মার্চ। চলতি বছরের মতো আগামী পরীক্ষাও শুরু হবে সকাল ১০টায়। আর শেষ হবে সওয়া ১টায়।

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ