বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

‘ও’ গ্রেডের সংখ্যায় আর্টসের টেক্কা বিজ্ঞান শাখাকে, ভর্তি নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকে পাশের হারে প্রত্যাশিতভাবেই বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা কলা ও বাণিজ্য শাখার পড়ুয়াদের চেয়ে এগিয়ে থাকেন। এবার বিজ্ঞানে পাশ করেছেন ৯৭.১৯ শতাংশ ছাত্রছাত্রী। কলা এবং বাণিজ্যে সেই হার যথাক্রমে ৮৮.২ শতাংশ এবং ৯৬.০৮ শতাংশ। তবে, বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞান শাখাকে অনেকটাই ছাপিয়ে গিয়েছে কলা বিভাগ। ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর, অর্থাৎ ‘ও’ গ্রেড প্রাপকদের অধিকাংশই কলা বিভাগের ছাত্রছাত্রী। মোট ৮ হাজার ৩৩১ জন ‘ও’ গ্রেড প্রাপকরে মধ্যে কলা বিভাগ থেকেই রয়েছেন ৪ হাজার ৪৬২ জন। সেখানে বিজ্ঞান বিভাগ থেকে রয়েছেন ৩ হাজার ২২ জন। আর বাণিজ্য বিভাগে সংখ্যাটা মাত্র ৭১৮। বাকিদের ক্ষেত্রে একটি করে বিষয় ছিল বৃত্তিমূলক শাখার।
এই পরিসংখ্যান খানিকটা উদ্বেগও সৃষ্টি করছে। একদিকে যেমন বাণিজ্য শাখায় পরীক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনকভাবে কম থাকছে (এ বছর মাত্র ৩৮,৪২৯ জন পরীক্ষার্থী), তেমনই এই শাখায় বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যাও আশাব্যাঞ্জক নয়। এমনকী, মেধা তালিকার ৫৮ জনের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজনও নেই। সেখানে বিজ্ঞান শাখা থেকে রয়েছেন ৪০ জন। আর কলা বিভাগ থেকে রয়েছেন ১৮ জন। তাছাড়া, কলা বিভাগে বেশি নম্বর ওঠায় ভর্তি নিয়েও সমস্যা তৈরি হতে পারে। কারণ, ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের একটা বড় অংশের লক্ষ্য থাকে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা সেন্ট জেভিয়ার্স কলেজের মতো প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি হওয়া। তিনটি প্রতিষ্ঠান মিলিয়ে স্নাতক স্তরের আসন সংখ্যা সেই নিরিখে অনেকটাই কম। ফলে কলকাতা, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়গুলির অধীন নামী কলেজগুলিতেও প্রতিযোগিতা বাড়বে। কিছুটা চাপ থাকবে প্রচুর নম্বর পাওয়া আইএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কারণেও। পাশের হার কম হলেও ৫ লক্ষ ২৫ হাজার ৩০ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন কলা বিভাগে। তাই শুধু নামী প্রতিষ্ঠানে নয়, সর্বত্রই ভর্তির চাপ থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শিক্ষামন্ত্রী আগেই ঘোষণা করেছেন, এ বছর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনলাইন ভর্তি হবে কলেজগুলিতে। সেক্ষেত্রে অবশ্য কলেজগুলিতে আসন ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা কমবে। আরও স্বচ্ছ হবে ভর্তি প্রক্রিয়া। 

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ