বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম, কোচবিহার ও হুগলিকে মেলালেন ২ কন্যা

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও কোচবিহার: উচ্চ মাধ্যমিকের ফলাফলে উত্তর ও দক্ষিণবঙ্গকে মেলালেন দুই কন্যা। তাঁরা হলেন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী প্রতীচী রায় তালুকদার এবং হুগলির চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দিরের স্নেহা ঘোষ। বুধবার ফলাফল প্রকাশ্যে আসতেই দেখা গেল, এই দু’জন শুধু যে মেধা তালিকায় চতুর্থ স্থান দখল করেছেন, তা নয়। একযোগে দু’জনে মেয়েদের মধ্যে প্রথম স্থান পেয়েছেন রাজ্যে। তাঁদের দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৩। দুই সফল কন্যাকে ঘিরে আনন্দ ও গর্বে ভাসল বাংলার দুই জেলা। 
এদিন মেধা তালিকায় প্রতীচীর নাম ঘোষণা হতেই কোচবিহার শহরের গোলবাগানে রায় তালুকদার বাড়িতে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। প্রতীচী জানান, তিনি ভবিষ্য‌঩তে ডাক্তার হতে চান। দিনে ১০-১২ ঘণ্টা পড়ে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছেন। স্কুলের শিক্ষিকাদের পাশাপাশি সাতজন গৃহশিক্ষক ছিলেন। আরও জানিয়েছেন, প্র্যাক্টিক্যালের ক্ষেত্রে স্কুলের ল্যাব ও শিক্ষিকাদের বিশেষ সহায়তা পেয়েছেন। প্রতীচীর বাবা প্রণব রায় তালুকদার কোচবিহার জেনকিন্স স্কুলের শিক্ষক। মা ঝুমা সাহা কোচবিহারের খারিজা কাকরিবাড়ি দেশবন্ধু জুনিয়র হাইস্কুলের শিক্ষিকা। প্রতীচীর কথায়, ‘রুটিন মেনে পড়তাম। অনেক রাত পর্যন্ত না জেগে ভোরে উঠে পড়তেই আমার বেশি ভালো লাগে। শুধু পড়াশোনা নয়, নিয়মিত শরীরচর্চার দিকে নজর রাখতাম। বাবার কথা, সবার আগে স্বাস্থ্য, তারপর পড়াশোনা।’ 
অন্যদিকে, চন্দননগরের স্নেহা ঘোষের বাড়িতে এদিন ছিল আরও একটু বাড়তি আনন্দ। কারণ, স্নেহা যে একাই উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত সাফল্য পেয়েছেন, তা নয়। তাঁর যমজ বোন সোহা ঘোষও মেধা তালিকায় দশম স্থান দখল করেছেন। দু’জনের মধ্যে অসম্ভব মিল সব বিষয়েই। এদিন তাঁরা একসঙ্গে জানিয়েছেন, দু’জনেই অর্থনীতি নিয়ে পড়ে ভবিষ্যতে গবেষণা করতে চান। তাঁদের মা অপর্ণা ঘোষ বলেন, ‘দু’জনে সবসময় একসঙ্গে থাকে। তারা যে একসেঙ্গ মেধা তালিকাতেও জায়গা করে নেবে, ভাবিনি। ওদের সবটাই একসঙ্গে। সাফল্যও।’
পরিবারের সঙ্গে খোশমেজাজে প্রতীচী রায়। -নিজস্ব চিত্র

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ