বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

‘উচ্চ মাধ্যমিকে র‌্যাঙ্ক করার জেদ ছিল’, দ্বিতীয় হয়ে অকপট সৌম্যদীপ

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাধ্যমিকের সময় কঠোর পরিশ্রম করেও প্রত্যাশামতো ফল হয়নি। একটুর জন্য তাঁর নাম ওঠেনি মেধা তালিকায়। সেবার রাজ্যের সেরা ১০-এর মধ্যে স্থান করতে পারেননি বারাসতের সৌম্যদীপ সাহা। তখন থেকেই মানসিক প্রস্তুতির শুরু। অসম্ভব জেদকে সঙ্গী করে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ফল মিলল উচ্চ মাধ্যমিকে। বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেল, শুধু মেধা তালিকায় স্থান করে নেওয়া নয়, রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছেন সৌম্যদীপ। আগামী দিনে স্ট্যাটিসটিক্স নিয়ে পড়াশোনা করতে চান তিনি। ইতিমধ্যে সেসব বিষয়ের পঠন-পাঠন শুরুও করে দিয়েছেন।
বারাসত পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বরিশাল কলোনির বাসিন্দা সৌম্যদীপ। বাবা ভোলানাথ সাহা পেশায় একজন ব্যবসায়ী। মা ডালিয়া সাহা গৃহবধূ। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বারাসত গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র ছিলেন তিনি। মাধ্যমিক পরীক্ষায় পেয়েছিলেন ৬৭৩। তাঁর লক্ষ্য ছিল মাধ্যমিকে রাজ্যে র‌্যাঙ্ক করা। অল্পের জন্য তা অধরা থেকে যায়। র‍্যঙ্ক করতে না পেরে বাবা-মায়ের কাছে প্রতিজ্ঞা করে সৌম্য বলেছিলেন, ‘আমি নিজের লক্ষ্যে পৌঁছবই। উচ্চ মাধ্যমিকে আমি র‍্যাঙ্ক করে দেখাব।’ মাধ্যমিকের পর সৌম্যদীপ ভর্তি হন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। সেখানে হস্টেলে থেকে পড়াশোনা করেন তিনি। 
মেধা তালিকায় স্থান পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকলেও এদিন ফল প্রকাশের পর সৌম্যদীপ যেন নিজেকেও বিশ্বাস করতে পারছিলেন না। কারণ, একেবারে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়ে যাবেন বলেও ভাবেননি তিনি। কথায় কথায় কৃতী বললেন, ‘আমার প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জন্মদিনেই আমার জন্য এত ভালো খবর এল, যা আমার প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। দ্বিতীয় হব ভাবিনি।’ নিয়মিত সাঁতার, জিম ও খেলাধুলো করতে অভ্যস্ত সৌম্যদীপ আগামীর পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনাকে চাপ নয়, ভালোবেসে গ্রহণ করতে হবে। তাহলে সাফল্য আসতে বাধ্য।’ তাঁর মা ডালিয়া সাহা বলেন, ‘ছেলের জেদ ছিল মাধ্যমিকে অধরা স্বপ্নকে এবার ছোঁয়ার জন্য। কঠোর পরিশ্রমের ফল পেল উচ্চ-মাধ্যমিকে।’ 
বাবা ভোলানাথ সাহা বলেন, ‘ছেলে প্রথম থেকেই পড়াশোনায় ভালো। ভেবেছিলাম মাধ্যমিকে র‌্যাঙ্ক করবে। সেবার তা না হলেও পড়াশোনার প্রতি ওর জেদ যেন আরও বেড়ে গিয়েছিল তারপর। প্রতি সপ্তাহে ওর হস্টেলে গিয়ে আমরা দেখা করে আসতাম। আগামী দিনে ওর সমস্ত ইচ্ছেই পূরণ হোক, অভিভাবক হিসেবে আমরা এটাই চাইব।’

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ