বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অশান্তির লেশ নেই, নির্বিঘ্ন তৃতীয় দফা

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মালদহের ভোট ইতিহাসে হিংসার জায়গা সেভাবে কখনওই ছিল না। তবে মুর্শিদাবাদের ভোট মানেই অশান্তি, রক্তপাত আর বোমা-মাস্কেটের দাপাদাপির ‘ইতিহাস’। মঙ্গলবার লোকসভার তৃতীয় দফার ভোটে সেই ট্র্যাডিশন ভেঙে দিল ঐতিহাসিক জেলাটি। একে অপরকে চোখ রাঙিয়ে ধমকি, গলা উঁচিয়ে হুমকি, আর অহেতুক অভিযোগ ছাড়া নির্বাচন পর্ব ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। নির্বিঘ্ন। দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এদিন বাকি যে ৮৯টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ হয়েছে, তাও ছিল শান্তিপূর্ণ। বিকেল পাঁচটা পর্যন্ত এ রাজ্যের চারটি আসনে ৭৩.৯৩ শতাংশ ভোট পড়লেও, গোটা দেশের নিরিখে ভোটদানের হার রাত ৮টা পর্যন্ত ছিল ৬১.৪৫ শতাংশ। ভোটের হারে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ ও অসম। সবার পিছনে মহারাষ্ট্র। এই পর্বেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনসুখ মাণ্ডব্য, প্রহ্লাদ যোশি, এস পি সিং বাঘেল এবং বিরোধী শিবিরের ডিম্পল যাদব, দিগ্বিজয় সিং, সুপ্রিয়া সুলের মতো হেভিওয়েটদের ভাগ্য নির্ধারিত হবে। 
মালদহের দু’টি এবং মুর্শিদাবাদের দু’টি লোকসভা আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে—৭৬.৪৯ শতাংশ। এই জেলার অন্য লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে ভোট পড়েছে ৭২.১৩ শতাংশ। মালদহ উত্তর আসনে ৭৩.৩০ এবং মালদহ দক্ষিণ আসনে ৭৩.৬৮ শতাংশ ভোট পড়েছে। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে এদিন বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩.৬৮ শতাংশ। তৃতীয় দফার নির্বাচন পর্বে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের তরফে মোট ২৩৭টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। সবচেয়ে বেশি ১৬৩টি অভিযোগ জমা দিয়েছে সিপিএম। তার সিংহভাগই মুর্শিদাবাদ কেন্দ্রে তাদের প্রার্থী মহম্মদ সেলিমের তরফে। বিজেপি জমা দিয়েছে ২৭টি, কংগ্রেস ২৯টি এবং সবচেয়ে কম ১৮টি অভিযোগ জমা পড়েছে তৃণমূলের তরফে। কমিশন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সূত্রেই জানা গিয়েছে, মালদহের রতুয়া-১ নম্বর ব্লকের বাতনা গ্রামে দুপুরে পরপর দু’টি বোমা পড়ে। বিষয়টি নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে দোষারোপের পালা শুরু হয়েছে। নির্বাচন চলাকালীনই জঙ্গিপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের ‘শীতলকুচির ঘটনার পুনরাবৃত্তি প্রয়োজন’ মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কালিয়াচকের ১ নম্বর ব্লকের একটি বুথে মক পোলের সময় দেখা যায়, ইভিএমে তৃণমূলের বোতাম টিপলে আলো জ্বলছে পদ্মফুল চিহ্নে। হইচই শুরু হওয়া মাত্রই ইভিএম পাল্টে দেয় কমিশন। 

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ