বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

দু’টি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস খাদ্য ভবনে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহু বছর ধরে একই জায়গায় থাকার পর শহরে রা‌‌জ্য সরকারের দু’টি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের স্থান পরিবর্তন হচ্ছে। মধ্য কলকাতার বউবাজার এলাকার ফিয়ার্স লেন ও হাইড লেন থেকে দু’টি অফিস চলে যাচ্ছে মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের পুরনো বিল্ডিংয়ে। হাইড লেনে যে পেনশন সেলটি ছিল সেটিও খাদ্য ভবনে সরে যাচ্ছে। আগামী কাল বৃহস্পতিবার থেকে নতুন জায়গায় তিনটি অফিস চালু হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। 
সরকারি কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা মহানগরীতে অবস্থিত রাজ্য সরকারের সচিবালয় এবং ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলির খরচ সংক্রান্ত যাবতীয় বিল এই দুটি অফিসে পাঠাতে হয়। খরচের বিল অনুমোদন করা হয় সেখান থেকেই। বিভিন্ন অফিসের কর্মী-আধিকারিকদের বিল নিয়ে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে নিয়মিত যাতায়াত করতে হয়। অফিস দু’টি এতদিন বউবাজারের ঘিঞ্জি এলাকায় থাকার কারণে যাতায়াতে এবং বিশেষভাবে গাড়ি রাখার সমস্যা হতো। খাদ্য ভবনে অফিস স্থানান্তরিত হওয়ায় সেই সমস্যা আর থাকবে না বলেই মনে করছে কর্মী মহল।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ