বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

উত্তাল সমুদ্র, সুন্দরবনে জারি দুর্যোগের সতর্কতা

সংবাদদাতা, কাকদ্বীপ : সোমবার সকাল থেকে উত্তাল সমুদ্র। বকখালি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর সহ সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। সঙ্গে দমকা হাওয়ার ঝাপটা। এদিন সকাল থেকে নামখানা, ফ্রেজারগঞ্জ, হারউড পয়েন্ট ও গঙ্গাসাগর সহ উপকূলীয় এলাকাগুলিতে শুরু হয়েছে মাইকিং। উপকূল অঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি মৎস্যজীবীদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক করছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও মাছ ধরার ট্রলার নিরাপদে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। অনিবাস দাস নামে এক মৎস্যজীবী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়ার পর সব ট্রলার নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ট্রলারগুলিকে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখার কাজ চলছে।’ সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের নিয়ে সতর্ক করেছে প্রশাসন। সতর্কবার্তায় বলা হয়েছে, সোম ও মঙ্গল উপকূলীয় অঞ্চলে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবারও থাকবে হাওয়ার দাপট। এই তিন দিন সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।’ তিনি জানান, ছোট ডিঙি নৌকা নিয়ে যে মৎস্যজীবীরা নদী ও খাঁড়িতে মাছ ধরতে যান তাঁদের যেতে নিষেধ করা হয়েছে। তবে এখন সরকারিভাবে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকায়, ট্রলারগুলি সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে না। অন্যদিকে গঙ্গাসাগর ও বকখালিতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পর্যটকরাও যাতে সমুদ্রে না নামেন তার জন্য বাড়ানো হয়েছে নজরদারি। পর্যটন কেন্দ্রগুলিতে পুলিসি নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

7th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ