বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

শর্তসাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী পালন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা দিবসের পর এবার শর্তসাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী সংক্রান্ত সরকারি অনুষ্ঠান আয়োজনের অনুমোদন দিল নির্বাচন কমিশন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কেবল মুখ্যসচিব-সহ সরকারি স্তরের আধিকারিকরা সরকারিভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করতে পারবেন।
কমিশন আরও জানিয়েছে, কোনও রাজনৈতিক ব্যক্তির ছবি রবীন্দ্রজয়ন্তী সংক্রান্ত ব্যানার বা হোডিংয়ে ব্যবহার করা যাবে না। নির্বাচনী আচরণ বিধি জারি থাকায় এমনটা করায় বাধা রয়েছে বলে জানিয়েছে কমিশন। ফলে রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই, সেদিন অনুষ্ঠানে থাকতে পারবেন না রাজ্যের কোনও মন্ত্রীও। 
এদিকে, কমিশনের অনুমোদন পাওয়ার পর তড়িঘড়ি রবীন্দ্রজয়ন্তী পালনের তোড়জোড় শুরু হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে ৮ মে রবীন্দ্রসদন লাগোয়া ক্যাথিড্রাল রোডে মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রাজ্যের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে থাকবেন বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। উল্লেখ্য, এর আগে একইভাবে ‘বাংলা দিবস’ পালনের ছাড়পত্র দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।

7th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ