বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সন্দেশখালিই খেলা শেষ করে দেবে বিজেপির, জনসভা থেকে হুঙ্কার অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, হুগলি ও বর্ধমান: যে সন্দেশখালিকে হাতিয়ার করে ভোটের ঝুলি ভরতে মরিয়া হয়ে উঠেছিল, সেই ইস্যুই এখন গেরুয়া এক্সপ্রেসকে লাইনচ্যুত করে দিল না তো? তৃতীয় দফার ভোটের আগে রাজ্য রাজনীতিতে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর এই প্রশ্ন দ্ব্যর্থহীন ভাষায় তুলছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের মঞ্চ থেকে সোমবার তাঁর স্পষ্ট বার্তা, ‘সন্দেশখালির সন্দেশ (বার্তা) বিজেপির খেলা শেষ।’
৫ জানুয়ারি থেকে ৩ মে—চার মাস সন্দেশখালির ঘটনাকে সারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে গিয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, তাদের মূল লক্ষ্যই ছিল ভোটে ফায়দা তোলা। গত শনিবার (৪ মে), সামাজিক মাধ্যমে আসা একটি স্টিং অপারেশনের ভিডিও দেখিয়ে বিজেপির চক্রান্ত ফাঁসের দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর বাকি পাঁচ দফায় এই ভিডিওকেই হাতিয়ার করছে তারা। সেই সমীকরণে সোমবারও মঙ্গলকোট ও পাণ্ডুয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। তৃণমূল প্রার্থী অসিত মাল ও রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন দু’টি জনসভা করেন অভিষেক। দুই জায়গাতেই অভিষেক স্পষ্টভাবে বুঝিয়ে দেন, সন্দেশখালিতে নারীঘটিত কাণ্ডটি ছিল বিজেপির পরিকল্পনা। লক্ষ্য ছিল বাংলাকে অসম্মান। অভিষেকের কথায়, ‘বিজেপি নেতারা সন্দেশখালি নিয়ে বড় বড় ভাষণ দিতেন। কিন্তু বেলুন ফুটো হয়ে গিয়েছে। সন্দেশখালি নিয়ে বিজেপি নেতাদের আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছিল। বিজেপি স্লোগান তুলেছিল, সন্দেশখালি তৃণমূলের চেয়ার করবে খালি। কিন্তু আজ প্রমাণ হয়ে গিয়েছে, সন্দেশখালিতে ভারতীয় জনতা পার্টি জালি। সন্দেশখালি নিয়ে বিজেপি ও বাংলা বিরোধীদের খেলা শেষ।’
কেন্দ্রের রিপোর্ট যখন কলকাতাকে নিরাপদতম শহরের তকমা দিচ্ছে, আবার তখনই শাসক বিজেপির রাজনৈতিক স্বার্থসিদ্ধির অস্ত্র ধর্ষণ, নারী নির্যাতনের মতো সংবেদনশীল ঘটনা! অভিষেক বলেন, ‘আমরা গোধরা, পুলওয়ামা শুনেছি। সন্দেশখালি দেখলাম। বিজেপি কতটা নীচে নামতে পারে, কতটা নির্লজ্জ হতে পারে, তা দেখা গেল। বাংলাকে দেশের কাছে ছোট করেছে বিজেপি। বাংলার ভাবমূর্তি কলুষিত করেছে ওরা।’ ওই স্টিং অপারেশনের সূত্রে ধরে আত্মবিশ্বাসী অভিষেকের বার্তা, ‘সন্দেশ ঢাল করেছিল বিজেপি, তাদের বিসর্জন হবেই।’
মঙ্গলকোটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। -নিজস্ব চিত্র

7th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ