বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিজেপি ৫টা পাবে তো! শ্লেষ মমতার

সৌম্যদীপ ঘোষ, লাভপুর: ‘বিজেপি পাঁচটা সিট পাবে তো?’ বাংলার বিরুদ্ধে বিজেপির ‘চক্রান্তে’র অভিযোগ গতি পেতেই এই প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন না বলে তীব্র শ্লেষ বললেও অত্যুক্তি হবে না। রবিবার বীরভূমের লাভপুরের নির্বাচনী জনসভা থেকে নরেন্দ্র মোদির উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘মোদিবাবু তুমি বলছ, বাংলায় তৃণমূল ১৫টা সিট পাবে! তুমি নিজে পাঁচটা সিট পাবে তো?’ এদিন লাভপুরের ফুল্লরা মায়ের মাঠে কানায় কানায় পূর্ণ জনসভায় বক্তব্য রাখতে উঠে শুরু থেকেই চাঁচাছোলা ভাষায় বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা। 
বলেন, ‘তোমরা (বিজেপি) কুৎসা করে বলেছিলে, বাংলায় এবার ২০০ পার। দেশে বলছ, ৪০০ পার। আগে ২০০ তো পেরিয়ে দেখাও! তারপর ৪০০ বলবে। এবার হবে তোমরা পগারপার।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদিবাবুর আমলে মানুষের জীবনের দাম কমেছে। শুধু নিজেদের দাম বেড়েছে। তোমার লোকেরা করে খাচ্ছে। কাল যখন তুমি থাকবে না, তখন এদেরও দেখা মিলবে না। সিপিএমের বিরুদ্ধে অনেক লড়াই করেছি। এখন বিজেপিও আমায় কাজ করতে দেয় না। সারাক্ষণ পিছনে লাগছে আর মিথ্যা বলছে। ১০০ দিনের কাজের টাকা তিন বছর ধরে কেন দাওনি? একটা প্রমাণও তো দেখাতে পারোনি। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রের রিপোর্ট কার্ড নিয়ে এসো। যদি ক্ষমতা থাকে পিসি-ভাইপোর নাম নিয়ে ডাকো। দেখব কত বড় বুকের পাটা। আসলে তোমরা ডাকাত। তোমাদের মন্ত্রীরা কয়লা, গোরুর টাকা খায়। ওটা তোমাদের ব্যাপার। মিথ্যা বলতে বলতে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। এরকম ঝুটা পার্টি দেখিনি। এরকম প্রধানমন্ত্রী দেখিনি।’ রাজ্যের পরিষেবা বন্ধে গেরুয়া হুমকির প্রসঙ্গ টেনেও মমতার হুঙ্কার, ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হলে আগে আমার মুখ বন্ধ করতে হবে। তোমার সাহসটা তারপর আমি বুঝে নেব। যদি মা তারা থাকেন, মোদিবাবু... সেই দিন আর বেশি দূরে নেই, আপনার মুখ বন্ধ করে দেব। বেশি অহঙ্কার ভালো নয়। এই লড়াইটা আমরা জিতব। সিপিএমকে উৎখাত করেছিলাম। যদি বেঁচে থাকি, বিজেপিকেও করব। আপনাদের শঙ্খধনি, উলুধ্বনিই আমার প্রেরণা। বাংলাই দেশকে পথ দেখাবে।’ 
লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ক’টা আসন পাবে, সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর খোঁচা, ‘আমি একবার গুনে দেখি! তুমি কি বড় জ্যোতিষী হয়ে গেলে? তুমি তৃণমূলকে জ্ঞান দিচ্ছ? নিজে পাঁচটা সিট পাবে তো?’ মমতা বলেন, ‘এই বাংলায় মিথ্যাচারের জায়গা নেই। বিজেপি টাকা দিয়ে যেভাবে বাংলার মা-বোনেদের সম্মানহানি করল, তা আর সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছে না। বিজেপির কপালে দুঃখ আসতে চলেছে।’ প্রত্যয়ী মমতার ঘোষণা, ‘টাকার জোরে এখন বড়াই করছ। আগামী দিনে ভারতবর্ষ থেকে তোমরা বিদায় নেবে। যত দিন যাচ্ছে, মোদির বুক কাঁপছে।’

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ