বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

আজ পাণ্ডুয়ায় অভিষেকের সভা বিশাল জমায়েতের দাবি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ, সোমবার পাণ্ডুয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা ঘিরে তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে। পাণ্ডুয়ার একটি রাইস মিলের মাঠে ওই জনসভার জন্য ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছে রাজ্য পুলিসের বিশেষ দল। মাঠে ছাউনি দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে হেলিপ্যাড। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বেলা দু’টোর সময় জনসভা হবে। দলের সেকেন্ড-ইন-কমান্ড আসবেন আকাশপথে। প্রায় ৫০ হাজার লোক জমায়েত করার পরিকল্পনা নিয়েছে রাজ্যের 
শাসক দল। 
তাৎপর্যপূর্ণ হল, অভিষেকের সভাই হুগলি লোকসভায় তৃণমূলের প্রথম  ‘হেভিওয়েট’ রাজনৈতিক কর্মসূচি। রাজনৈতিক মহল বলছে, নানা কারণে পাণ্ডুয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ২০২১ সালে প্রথমবার পাণ্ডুয়া বিধানসভার দখল করে তৃণমূল কংগ্রেস। তার আগে পর্যন্ত তা বামেদের দখলে ছিল। আবার হুগলি লোকসভার মধ্যে সবচেয়ে বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস পাণ্ডুয়াতে। ২০১৯ সালে এই বিধানসভায় বিজেপি ব্যাপক হারে ভোট পায়। এহেন এলাকায় অভিষেকের প্রথম নির্বাচনী জনসভা ঘিরে রাজনৈতিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে। তৃণমূলের হুগলি জেলার চেয়ারম্যান অসীমা পাত্র বলেন, ‘পাণ্ডুয়া ছাড়াও আশপাশের ব্লক থেকে উৎসাহী মানুষরা আসবেন। আমরা মূলত পাণ্ডুয়া নিয়েই সভা করতে চেয়েছিলাম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শুনতে আগ্রহের কারণে তা করা করা যাচ্ছে না। সমস্ত প্রস্তুতি শেষ। সোমবার মেগা শো হবে।’
পান্ডুয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি। -নিজস্ব চিত্র

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ