বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

এলাকা দখল নিয়ে তৃণমূল, আইএসএফ সংঘর্ষ শাসনে

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে শনিবার রাতে উত্তেজনা দেখা দেয় শাসনে। এই ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। শাসন থানার পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। রবিবারও এনিয়ে চাপা উত্তেজনা ছিল এলাকায়। শনিবার রাতে শাসনের পূর্ব চোলপুড় গ্রামে তৃণমূলের একটি কর্মিসভা হয়। সভা শেষে করে বাড়ি ফেরার পথে তৃণমূলের কর্মী, সমর্থকরা আইএসএফের কর্মী, সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর তৃণমূলের লোকজন আইএসএফ কর্মীদের বন্দুকের বাঁট দিয়ে মারধর করে বলে অভিযোগ। এতে জখম হন আইএসএফের তিনজন কর্মী। তাদের চিকিৎসা করানো হয় বারাসত হাসপাতালে। আক্রান্ত আইসএফ কর্মী শামিম মল্লিক, ফিরোজ আলি মল্লিকরা বলেন, আমাদের কর্মীরা যখন বসেছিলেন, তখনই অতর্কিতে তৃণমূলের লোকজন চড়াও হয়। তৃণমূলের লোকজন এলাকায় জমি দখল করে নিয়েছে। মালিকদের সঠিক সময়ে টাকা দেয়নি। এনিয়ে আমরা প্রতিবাদ করার ফলেই তৃণমূলের আক্রোশ সৃষ্টি হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, মোবাইলে গেম খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়েছে।

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ