বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

স্কুল থেকে পালিয়ে রেল স্টেশনে, উদ্ধার ৪ পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়ায় মন বসছিল না। স্কুলে যেতেও ভাল লাগত না। গত ২ মে স্কুল থেকেই অজানার উদ্দেশে বেরিয়ে পড়েছিল চার শিশু। বয়স আট থেকে দশ বছর। পায়ে হেঁটে চার বন্ধু পৌঁছয় মানকর রেল স্টেশনে। লেভেল ক্রসিংয়ের কাছে চার খুদেকে দেখতে পান এক রেলকর্মী। তিনি দ্রুত সেখানে পৌঁছে চার শিশুকে লেভেল ক্রসিং গেট থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। সঙ্গে সঙ্গে খবর দেন রেলওয়ে প্রোকেটশন ফোর্স (আরপিএফ) পানাগর পোস্টে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে, ওই চার শিশুর স্কুলে যেতে ভালো লাগে না। তবে নিজেদের বাড়ির ঠিকানা কিংবা বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের কোনও তথ্যও দিতে পারছিল না ওই শিশুরা। নিরুপায় হয়ে নিয়ম মেনে স্থানীয় চাইল্ড লাইন টিমের সঙ্গে যোগাযোগ করে রেল কর্তৃপক্ষ। অপ্রাপ্তবয়স্ক ওই চারটি বাচ্চার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করে রেল কর্তৃপক্ষ।    

6th     May,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ