বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রিভিউ-স্ক্রুটিনি করানোর প্রবণতা বেশি, মাধ্যমিকে ইংরেজিতে কয়েকশো আবেদন

অর্পণ সেনগুপ্ত, কলকাতা: ইংরেজির প্রশ্ন কঠিন হওয়ায় তার প্রভাব পড়েছে ‘এএ’ গ্রেড প্রাপকের সংখ্যায়। গত বছরের তুলনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে সাড়ে তিন লক্ষেরও বেশি। অথচ, ইংরেজিতে ‘এএ’ গ্রেড প্রাপকের সংখ্যা কমেছে গত বছরের তুলনায় প্রায় ১০ হাজার। বিভিন্ন স্কুল সূত্রে খবর, এর ফলে রিভিউ-স্ক্রুটিনিতে ইংরেজির জন্যই বেশি আবেদন জমা পড়ছে বা পড়তে চলেছে। যদিও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এক-দু’দিনের মধ্যে কোনও ট্রেন্ড বা সংখ্যা বলা সম্ভব নয়। তবে কয়েকটি স্কুলের দাবি, তারা ইতিমধ্যে আবেদন জমা করেছে। সেই হিসেবে সংখ্যাটি কয়েকশো পেরিয়ে যাওয়ার কথা।’
ইংরেজিতে কম নম্বর ওঠার পিছনে বেশ কয়েকটি কারণের কথা বলছেন শিক্ষকরা। তাঁদের একাংশের মতে, ইংরেজির প্রশ্ন এবার খানিকটা কঠিনই হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীল লেখার ক্ষমতা দিন দিন কমছে। তাছাড়া, এবার কবিতা থেকে ‘সিন’ অংশের প্রশ্ন এসেছে। ‘আনসিন’-এর অংশটিও বেশ কঠিন ছিল। গ্রামার ও ভোকাবুলারির অংশটিও গড়পড়তা ছাত্রছাত্রীর পক্ষে শক্ত ছিল। শিক্ষকদের বক্তব্য, ৯০-এর মধ্যে ৪২ নম্বরের প্রশ্ন এতটাই কঠিন ছিল যে এর মধ্যে ২-৩ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কম নয়। তবে নতুন পরীক্ষক, প্রধান পরীক্ষকদের হাতে পড়ে নম্বর কম ওঠার বিষয়টিও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না।
পূর্ব মেদিনীপুরের ডিমারি হাইস্কুলের ছাত্রী অনুষ্কা মাজি মোট ৬২৪ নম্বর পেয়েছে। সব সব বিষয়েই তার নম্বর ৯০ শতাংশের উপরে (অর্থাৎ গ্রেড এএ)। গণিতে নম্বর ৯৮। অথচ ইংরেজিতে তার প্রাপ্ত নম্বর ৭৩। তাঁর বাবা অসিত মাজি বলেন, ‘মেয়ে ইংরেজিতে দুর্বল হলে অন্য কথা ছিল। টেস্টেও ৯৪ নম্বর পেয়েছিল ইংরেজিতে। মাধ্যমিকেও যা উত্তর করে এসেছে, তাতে ৯০-এর উপরেই নম্বর পাওয়ার কথা।’ শুধু অনুষ্কাই নয়, তার স্কুলের অন্যান্য সহপাঠীদেরও একই অবস্থা। এমনকী, সব বিষয়ে ৯০-এর উপরে পেয়ে ইংরেজিতে ৬-এর ঘরে নম্বরও পেয়েছে অনেকে। সোমবার মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে রিভিউয়ের আবেদন করবেন বলে জানান অসিতবাবু।
পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, ‘আমার স্কুলের প্রতিবেশী একটি গার্লস স্কুলে একই সমস্যা। সেখানে ইংরেজির পাশাপাশি বহু ভালো পড়াশোনা করা ছাত্রীর ভূগোলের নম্বরও কম এসেছে।’ প্রসঙ্গত, ভূগোলে এবার ‘এএ’ প্রাপকের সংখ্যা অনেক বেড়েছে। তাহলে এই সমস্যা কেন? কৃষ্ণাংশুবাবুর যুক্তি, এ বছর প্রচুর নতুন পরীক্ষক এবং প্রধান পরীক্ষক নিয়োগ করেছে পর্ষদ। অভিজ্ঞতার অভাবে তাঁরা গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে খাতা দেখতে গিয়ে কড়া হয়েছেন। অনভিজ্ঞতার কারণে প্রধান পরীক্ষকেরও চোখও তা এড়িয়ে যেতে পারে। তবে পর্ষদের নিজস্ব একটি যাচাই প্রক্রিয়া রয়েছে। কোনও পরীক্ষার্থী সব বিষয়ে বেশি নম্বর পেলে, একটিতে কম পেলে প্রধান পরীক্ষককে ফের সেই খাতা দেখার নির্দেশ দেয় পর্ষদ। তবে ইংরেজির উত্তরে নম্বরের বিষয়টি যেহেতু আপেক্ষিক, তাই হয়তো খুব একটা পরিবর্তন হয়নি।

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ