বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ফৌজদারি মামলার শীর্ষে বিজেপির বিতর্কিত নেতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চতুর্থ দফায় সবচেয়ে বেশি ফৌজদারি অপরাধের মামলা রয়েছে বিতর্কিত বিজেপি নেতা তথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে রয়েছে ২৭টি মামলা। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে ২১৪টি অভিযোগ রয়েছে।  এর মধ্যে গুরুতর অভিযোগ ৬১টি। লঘু ধারার অভিযোগ রয়েছে ১৫৩টি। শনিবার ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের তরফে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনে দাখিল করা চতুর্থ দফার প্রার্থীদের নানা তথ্য তুলে ধরা হয়। তা থেকেই বিষয়টি জানা গিয়েছে। উল্লেখযোগ্য, রাজ্যে প্রথম চার দফায় ১৮টি লোকসভা আসনে ২১৬ জন প্রার্থীর মধ্যেও ফৌজদারি অপরাধের মামলার সংখ্যাতেও শীর্ষে রয়েছেন দিলীপবাবুই। 
কী ধরনের গুরুতর অভিযোগ রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপবাবুর বিরুদ্ধে? ইলেকশন ওয়াচের পেশ করা তথ্য অনুযায়ী, ১৫৩ (সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানো), ১৪৯ (হাঙ্গামা পাকানো), ৩৫৪ (শ্লীলতাহানি), অস্ত্র আইন সহ অসংখ্য গুরুতর অভিযোগ রয়েছে রাজ্য বিজেপি’র এই প্রথম সারির নেতার বিরুদ্ধে। ২৭টির মামলার মধ্যে ২২টি মামলারই এখনও নিষ্পত্তি হয়নি। আর বিষয় সম্পত্তি? সেখানেও শীর্ষে বিজেপিই। শুধু চতুর্থ দফা নয়, আগের তিন দফা মিলিয়েও সব প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা সেখানকার রাজ পরিবারের গৃহবধূ অমৃতা রায়। মনোনয়ন পত্রে দাখিল করা তাঁর সম্পত্তির খতিয়ান যে কাউকে চমকে দিতে পারে। অমৃতার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫৪ কোটি টাকা। প্রায় পুরোটাই অবশ্য তাঁর স্বামীর। আর অস্থাবর সম্পত্তি রয়েছে ২৫ লক্ষ টাকার। সম্পত্তির দিক থেকে চতুর্থ দফার প্রার্থীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২১০ কোটি টাকা। 
১৩ মে চতুর্থ দফায় আসানসোল, বহরমপুর, বর্ধমান (পূর্ব), বীরভূম, বোলপুর, বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট—এই আট আসনে ভাগ্যপরীক্ষায় নামছেন ৭৫ জন প্রার্থী। ইলেকশন ওয়াচের তরফে জানানো হয়েছে, এর মধ্যে ১৭ শতাংশ (১৩) প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি ধারায় মামলা। ২১ জন বা ২৮ শতাংশ প্রার্থীই কোটিপতি। প্রার্থীদের গড় সম্পদ—তা হল ১২.০৮ কোটি টাকা! মোট সম্পত্তির হিসেবে যেমন শীর্ষে রয়েছেন বিজেপি প্রার্থী, গড় সম্পত্তির নিরিখেও শীর্ষে রয়েছেন বিজেপি প্রার্থীরা। তাঁদের গড় সম্পদের পরিমাণ ৭২ কোটি টাকা। তৃণমূলের প্রার্থীদের গড় সম্পদের (৩৬ কোটি) ঠিক দ্বিগুণ। 
সামগ্রিকভাবে সারা দেশের সব প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী হলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা টিডিপি প্রার্থী ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি। তাঁর মোট সম্পত্তি ৫৭০৫ কোটি টাকার। অন্যদিকে দরিদ্রতম প্রার্থীর মোট সম্পদ মাত্র ৭ টাকা! তিনিও অন্ধ্রপ্রদেশেরই। নির্দল প্রার্থী কাট্টা আনন্দবাবু। 

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ