বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বাংলার সঙ্গে উত্তর ভারতেও ভালো ফল করবে বামেরা, আশাবাদী বিমান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের ফল নিয়ে আশাবাদী বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শনিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সারা দেশে আমাদের আসন সংখ্যা গতবারের চেয়ে বাড়বে। বামেদের আসন বাড়বে উত্তর ভারত এবং আমাদের পড়শি রাজ্য মিলিয়েই। বাংলার ফল নিয়ে একটাই মন্তব্য করছি, তা দেখে লোকে বলবে, এরকম তো ভাবতেই পারিনি। এমনটা হয়ে গেল! ৪ জুনের পর এমন মনোভাব দেখা যাবে।’ 
তিনি এদিন আরও একবার বিজেপি ও তৃণমূলকে ভোট না দেওয়ার বার্তা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচার থেকে বলেছিলেন, রাজ্যে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পিছনে বামেদের হাত ছিল। এই প্রসঙ্গে বিমানবাবুর বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আসল অভিমুখ ছিল তৃণমূলের দিকে। পশ্চিমবঙ্গে পুরনো দিনের অনেক শিল্প ছিল। পরে আধুনিক শিল্পও হয়েছিল কিছু এবং সেগুলি এখনও আছে।’ তিনি আরও বলেন, ‘গঙ্গার ধার ধরে যেগুলি ছিল, সবই পুরনো শিল্প। তাই আধুনিক শিল্পের জন্য যে অর্থ বিনিয়োগ করতে হয়, তার জন্য কেউ কেউ এখানে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ আসেনি। বাম সরকারের শেষদিকে শিল্পায়নের সেই প্রচেষ্টা ছিল। শালবনিতে ছোট ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল। বামফ্রন্ট চলে যাওয়ার পর সেখানে ছোট সিমেন্ট কারখানা হল।’ 
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাম-কংগ্রেস জোটের প্রশ্ন উঠে আসে। ওই প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে এখন বামেদের সম্পর্কেও বলতে হচ্ছে, আগে কিন্তু বলেননি। তার মানে, বামেরা কংগ্রেসদের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে চোখে দেখার মতো একটি বিষয় হয়ে উঠেছে।’

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ