বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

স্বাভাবিক ছন্দে ফিরতে লড়াই শুরু ঝড়ে বিধ্বস্ত দুই গ্রামের 

সংবাদদাতা, কাকদ্বীপ ও বারুইপুর: চোখে-মুখে আতঙ্কের ছাপ। বুধবারের ভয়ঙ্কর রাতের কথা ভুলতে পারছেন না কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের হালিশহরের বাসিন্দা দেবশ্রী মণ্ডল। সেদিন মেয়েকে সঙ্গে নিয়ে একাই বাড়িতে ছিলেন। রাত্রি ১১টার দিকে মেয়ে খাটে বসে পড়াশোনা করছিল। দেবশ্রী খাটের পাশে চেয়ারে বসেছিলেন। ওই দিন রাত ৮টা থেকে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। কেরোসিন বাতি জ্বলছিল তাঁদের ঘরে। হঠাৎই তীব্র শব্দে মা ও মেয়ে ভয় পেয়ে যান। এরপর দু’জনেই ভয়ে খাটের নীচে ঢুকে পড়েন। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন, বাড়ির টিনের চাল পুরোটাই উড়ে গিয়েছে। সেই আতঙ্কের ঘোর এখনও কাটেনি মা-মেয়ের। শুক্রবার দেখা গেল, বাড়ি মেরামতের কাজ চলছে। দেবশ্রী মণ্ডল বলেন, ‘স্বামী অন্য জেলায় দিনমজুরের কাজ করে। মেয়েকে নিয়ে বাড়িতে ছিলাম। চোখের পলকে সব তছনছ হয়ে গেল। মেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে। বৃষ্টিতে তার সব বই ভিজে গিয়েছে। জানি না, আবার কীভাবে ঘুরে দাঁড়াব।’ 
প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছেন কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত ও মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহব্বতনগর এলাকার বাসিন্দারা। দু’দিন আগে থেকে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ নেই। কয়েকটি এলাকায় বিদ্যুৎ ফিরলেও ঘনঘন লোডশেডিং লেগে আছে। তীব্র গরম থাকার কারণে এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে। এ বিষয়ে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভজিৎ মণ্ডল বলেন, ‘ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা বাড়ি মেরামতের কাজ শুরু করেছেন। তবে স্বাভাবিক ছন্দে ফিরতে আরও এক সপ্তাহ সময় লাগবে। সরকারি প্রতিনিধিরা এলাকা ঘুরে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রশাসনের কাছে জমা দিয়েছেন। মথুরাপুর ২ নম্বর ব্লকের মহব্বতনগর এলাকার বাসিন্দারাও বাড়ি মেরামতের কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫০টি এবং বিধায়কের তরফে ত্রিপল পাঠানো হয়েছে। তবে গত দু’দিন গ্রামে বিদ্যুৎ না আসায় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, ভেঙে পড়া বিদ্যুতের খুঁটিগুলি সারাইয়ের কাজ চলছে খুব ধীর গতিতে। 

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ