বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিজেপির পক্ষে ভোট করাতে চাপ আমলাদের: মমতা

অগ্নিভ ভৌমিক, তেহট্ট: উনিশের গেরুয়া হাওয়া চব্বিশে অস্তমিত। কিন্তু গোটা দেশে তাদের টার্গেট নাকি ‘অব কি বার, ৪০০ পার’। আর বাংলায় ৩৫ আসন! কিন্তু সেই টার্গেট ছোঁয়া নিয়ে সংশয়ে গেরুয়া শিবির। একুশের পর চব্বিশেও ফানুস চুপসে যাবে না তো? এমন আশঙ্কাই এখন তাড়া করে বেড়াচ্ছে পদ্মপার্টিকে। বাংলায় পরিস্থিতি বেগতিক বুঝেই আরও বেপরোয়া হয়ে উঠেছে বিজেপি। ক্ষমতা দখল করতে এবার কাজে লাগানো হচ্ছে আমলাদের। বৃহস্পতিবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে তেহট্টের নির্বাচনী সভা থেকে এমনই মারাত্মক অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘এ রাজ্যে কর্মরত ভিন প্রদেশের আমলাদের ফোন করে প্রভাবিত করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে বিজেপির হয়ে ভোট করানোর জন্য। আইপিএস-আইএএস অফিসারদের যাঁর যে রাজ্যে বাড়ি, সেখানকার মুখ্যমন্ত্রীকে দিয়ে ফোন করানো হচ্ছে। পরোক্ষভাবে বলা হচ্ছে, বিজেপির হয়ে তাঁরা যেন ভোট করান।’ আমলাদের সেই অংশের জন্য মমতার বার্তা—‘আপনারা আমাকে বলছেন না। কিন্তু আমার কাছে খবর এসেছে।’ 
টার্গেট পূরণে বিজেপি যে কারচুপির আশ্রয় নিচ্ছে, এমন অভিযোগও করেন নেত্রী। তাঁর কথায়, ‘প্রথম দু’দফায় কত ভোট পড়েছে, তা ভোটের দিনই নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে প্রথম দফার ভোটের ১১ দিন পরে জানতে পারলাম, কমিশন বলছে, আরও ৫.৭৫ শতাংশ বেশি ভোট পড়েছে।’ মমতার সন্দেহ—‘যেখানে যেখানে বিজেপির ভোট কম পড়েছে, সেসব জায়গায় বাড়িয়ে দিয়েছে। এই সন্দেহ দূর করার দায়িত্ব কমিশনেরই!’ এই পর্বে তাঁর পরামর্শ, ‘বিজেপির কমিশন হয়ে বসে কোনও লাভ নেই। কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আর সেটাই দেখতে চায় দেশের জনগণ।’ 
গত ৩১ মার্চ কৃষ্ণনগর লোকসভা থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে এলেন তিনি। মতুয়া প্রভাবিত বেতাইয়ের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে জনসভা করেন। তৃণমূল সরকারের কাজের খতিয়ান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাঁওতাবাজি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘মোদির ভিক্ষা আমাদের লাগবে না।’ তেহট্টের মতুয়া গড়ে দাঁড়িয়ে সিএএ-এনআরসির ভয়াবহতা নিয়েও মানুষকে সতর্ক করেন মমতা। তিনি বলেন, ‘আপনারা তো এমনিতেই নাগরিক। ওরা সিএএ করতে চাইছে, যাতে মেরুকরণ করা যায়।’

3rd     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ