বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ভোটদানের হার নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য প্রসঙ্গে বিস্ফোরক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদদাতা, কান্দি: মুর্শিদাবাদে ভোটপ্রচারে গিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিরুদ্ধে ইভিএম মেশিনে কারচুপি বা বদলানোর অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। ভোটদানের হার ৫.৭৫ শতাংশ বাড়ানো হয়েছে, গতকাল, বুধবার এমনটাই অভিযোগ তৃণমূল নেত্রীর। এর জন্য দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ইভিএম মেশিন গুলিতে কড়া নজরদারি রাখার অনুরোধও করেছেন তৃণমূল নেত্রী। গতকাল, বুধবার বিকেলে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলায় নির্বাচনী জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাতেই মমতা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখেই বলছি। বিশ্বগুরুকে সমর্থন জানানোর জন্য ওনারা স্পিকটি নট হয়ে বসে আছে। আপনাকে স্যালুট ভয়েস মাস্টার। প্রথম ফেজে একটা হিসেব দিলেন। পরের ফেজে আবার একটা হিসেব দিলেন। আর মঙ্গলবার রাতে আরও একটা হিসেব দিলেন। তাতে ভোটদানের হার বেড়ে গেল ৫.৭৫ শতাংশ। তার মানে অনেক রাজ্যে যে রাজনৈতিক দলগুলি আছে তারা এর উপর নজর রাখে না। কিন্তু আমরা রাখি। সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমরা অনুরোধ করছি, দয়া করে একটু খেয়াল রাখুন ইভিএম মেশিনের উপর। আপনাদের গণনাকেন্দ্র গুলিতে নজর রাখুন। কারণ ১৯ লক্ষ ইভিএম মেশিন মিসিং হয়ে আছে। যে ১৯ লক্ষ ইভিএম মেশিন মিসিং হয়ে আছে সেটা আমরা অনেকদিন ধরেই জানি। ওই মেশিন কোথায় গেল তার আজ পর্যন্ত কোনও জবাব পাইনি। বিজেপি ওই মেশিন গুলি ব্যবহার করছে। ভোটদানের পর বিজেপি আসল মেশিন বদলে দিচ্ছে। আমাদের সন্দেহ দানা বেঁধেছে। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে এটা জানতে চাই কোন বিধানসভায় কত ভোট হয়েছে? কোন বুথে কত ভোট হয়েছে? কত শতাংশ ভোট হয়েছে তার বিস্তারিত তথ্য চাই। কমিশনের হিসেব অনুযায়ী ৫.৭৫ শতাংশ ভোট জাম্প হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে বিষয়টির উপর চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি। ইভিএমের চিপ কে তৈরি করেছে সেটাও জানতে চাই।’ জনসভায় তৃণমূল নেত্রীর আরও অভিযোগ, ‘বিজেপি রাতের বেলায় কাউন্টিং সেন্টার গুলিতে যাচ্ছে। যেখানে বিজেপি দুর্বল সেখানে গিয়ে কাউটিং ঘরের তালা ভেঙে এভিএম মেশিন বদলে দিচ্ছে। আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে তাঁবেদারি করছে। আমাদের উপর নির্যাতন করছে। আমরা কেন্দ্রীয় বাহিনীকে বলতে চাই। আপনাদের অনেকদিন চাকরি আছে। শুনে রাখুন বিজেপি ক্ষমতায় আসবে না। এবারে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে।’

2nd     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ