বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

আজই প্রথম বাংলায় ভোট প্রচার বিজেপির সর্বভারতীয় সভাপতির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই দু’দফায় ভোট হয়ে গিয়েছে। ছ’টি লোকসভা কেন্দ্রে প্রচারে দেখা যায়নি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডাকে। এবার তৃতীয় দফার আগে লোকসভা ভোটের প্রচারে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আজ, ররিবার বহরমপুর ও রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীদের সমর্থনে জনসভায় অংশ নেবেন ‘বাংলার জামাই’ নাড্ডা। উল্লেখ্য, আগামী সাত মে রাজ্যে তৃতীয় দফার ভোট। সংশ্লিষ্ট কেন্দ্রগুলি হল, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বহরমপুর ও জঙ্গিপুর। বিজেপির সর্বভারতীয় সভাপতির এদিনের কর্মসূচি বহরমপুরের বড়ঞা এবং রানাঘাটের বগুলায়। বিজেপির এক রাজ্য নেতা বলেন, জাতীয় সভাপতি হিসেবে গোটা দেশেই নাড্ডাজির গ্রহণযোগ্যতা কমছে। বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বাংলায় তাঁর সার্বিক নেতৃত্ব নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। বহু ক্ষেত্রেই ওঁর মিটিংয়ে কাঙ্খিত জনসমাগম হয়নি। সবদিক ভেবেই গত ছ’মাস নাড্ডাজিকে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত থেকে খানিক দূরে রাখা হয়েছে। বঙ্গ ইউনিটের পর্যবেক্ষক সুনীল বনসাল সরাসরি পার্টির যাবতীয় রিপোর্ট অমিত শাহের কাছে পাঠাচ্ছেন। সেই সূত্রেই চলতি লোকসভা ভোটের প্রচারে নাড্ডাজির দেখা মিলছিল না। যা নিয়ে দলের ভিতরে ও বাইরে জোর চর্চা শুরু হয়েছিল। তাই অগত্যা তৃতীয় দফার আগে বাংলায় উড়িয়ে আনা হচ্ছে সর্বভারতীয় সভাপতিকে। বঙ্গ বিজেপির ওই নেতা আরও বলেন, সভাস্থল বাছাই করার ক্ষেত্রেও ‘কঠিন পিচ’ দেওয়া হয়েছে নাড্ডাকে। তাঁর আজকের জোড়া সভার একমাত্র বহরমপুরে তৃতীয় দফায় ভোট রয়েছে। যেখানে কংগ্রেসের প্রার্থী হলেন বিদায়ী লোকসভার নেতা অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির শক্ত ঘাঁটিতে বিজেপি আদৌ দাঁত ফোটাতে পারবে কি না, তা নিয়েই দলে সংশয় রয়েছে। ফলে সেখানে জগতপ্রকাশ নাড্ডার মিটিং পার্টিকে রাজনৈতিক ডিভিডেন্ড দেবে না। অন্যদিকে রানাঘাটে তৃতীয় দফায় ভোট নেই।

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ