বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

তৃণমূলই দায়ী: মোদি

রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, মালদহ: বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। গত দশ বছরে তার ছিটেফোঁটাও দেখেনি দেশ। আর রাজ্যের ২৬ হাজার চাকরিহারার নিয়তির জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করলেন সেই নরেন্দ্র মোদি! শুক্রবার মালদহে ভোটপ্রচারে এসে তাঁর দাবি, ‘বাংলার ২৬ হাজার পরিবারের রুজিরুটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। তৃণমূল শিক্ষায় নিয়োগ নিয়ে দুর্নীতি করেছে। বিজেপি বেকারদের চাকরি দেয়। তৃণমূল এরাজ্যের যুবক-যুবতীদের চাকরি কেড়ে নিয়েছে।’
আদালতের রায়ে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা কার্যত পথে বসেছেন। যোগ্যতার প্রমাণ দিতে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ছেন তাঁরা। মামলা বিচারাধীন বলে রাজ্য সরকার তাঁদের বেতন বন্ধ করেনি। আর এই পরিস্থিতিতে তাঁদেরই ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করলেন বিজেপির ‘শ্রেষ্ঠ তারকা’। পুরাতন মালদহের সাহাপুরে জেলার উত্তর ও দক্ষিণ—দুই কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সভায় তিনি বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করবে। আর তৃণমূল এরাজ্যে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। কংগ্রেস ও তৃণমূল তোষণের রাজনীতি করে। এরাজ্যে এক হাজার কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। তৃণমূল দুর্নীতি করছে। মানুষকে তার খেসারত দিতে হচ্ছে। চিটফান্ড থেকে দুর্নীতি শুরু হয়ে রেশন, কয়লা, পুর নিয়োগ হয়ে শিক্ষকদের চাকরি যাওয়ার বিষয়টিতে এসে দাঁড়িয়েছে। এরাজ্যে কমিশন ছাড়া কোনও কাজ হয় না। সন্দেশখালির পাশাপাশি মালদহেও মহিলারা নির্যাতনের শিকার হয়েছেন।’
যে রাজ্যের ১০০ দিনের টাকা বন্ধ, আবাস যোজনার তালিকাভুক্তরা মাথার ছাদ পাচ্ছেন না, তার বাসিন্দাদের উদ্দেশেই মোদি বলেন, ‘মালদহবাসীর প্রেম ও ভালোবাসায় আমি অভিভূত। দেখে মনে হচ্ছে, হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম, অথবা পরের জন্মে বাংলার কোনও মায়ের কোলে জন্ম নেব।’ তবে তাতে সভাস্থলের বিশৃঙ্খলা এড়ানো যায়নি। গরমে বহু মহিলা অসুস্থ হয়ে পড়েন। ভিড়ের চাপে বাঁশের ব্যারিকেড ভেঙে যায়। পুলিস ও প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়। বিজেপি কর্মী-সমর্থকদের ভোগান্তির জন্য প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন। কংগ্রেস ও তৃণমূলকে একাসনে বসিয়ে তোপ দাগলেও ৪০০ আসন প্রাপ্তি নিয়ে তেমন উচ্চবাচ্য করেননি মোদি। আরও একটি বিষয় এদিন প্রধানমন্ত্রীর ভাষণ থেকে উধাও ছিল—মোদির গ্যারান্টি।                
ছবি: উৎপল মণ্ডল

27th     April,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ