বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

উত্তর ২৪ পরগনার পর মালদহ, প্রাথমিকে ২৫০ জন শিক্ষক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার পর এবার মালদহ। ফের খুশির খবর শোনাল হাইকোর্ট। এবার মালদহে প্রাথমিকে ২৫০ জন শিক্ষককে নিয়োগের নির্দেশ দিল তারা। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ২৫ এপ্রিলের আগে যাঁরা মামলা করেছেন তাঁদের নিয়োগ দিতে হবে। দীর্ঘ ১৫ বছর পর হাইকোর্টের এই নির্দেশে স্বভাবতই খুশি চাকরি প্রার্থীরা।
প্রসঙ্গত, ২০০৯ সালে বাম আমলে মালদহ, দুই ২৪ পরগনা ও হাওড়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও ক্ষমতায় আসার পর স্বজনপোষণের অভিযোগে সেই প্যানেল বাতিল করে বর্তমান তৃণমূল সরকার। পরে ২০১৫ সালে ফের লিখিত পরীক্ষা হয়। কিন্তু তাতেও দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কিছু প্রার্থী। তার ফলে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। শেষপর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্ট হয়ে ফের হাইকোর্টেই ফেরত আসে। ২০১৫ সালে প্যানেল তৈরি হয়ে গেলেও মামলার গেরোয় ওই নিয়োগ বছরের পর বছর আটকে ছিল। অবশেষে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ২০২১ সালে প্যানেল প্রকাশ করার নির্দেশ দেন। বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ জানায়, প্যানেল প্রকাশ করতে হবে শূন্যপদের নিরিখে। 
কিন্তু তারপরও দুর্নীতির অভিযোগ পিছু ছাড়েনি। অভিযোগ ছিল, কম নম্বর পেয়েও প্যানেলে জায়গা করে নিয়েছেন অনেকেই। যাঁরা বেশি নম্বর পেয়েছেন, বঞ্চিত হয়েছেন তাঁরা। সবপক্ষের সওয়াল-জবাব শুনে শুক্রবার মালদহের ২৫০ জনকে দু’মাসের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে এই নির্দেশ কার্যকর করতে হবে।  উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মোট ৮৬৭ জন শিক্ষককে আগামী দু’মাসের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। এছাড়া কয়েকদিন আগে হাওড়া জেলায়ও প্রাথমিকে প্রায় ৪০০ জন শিক্ষককে নিয়োগ করার নির্দেশ দেন তিনি।  

27th     April,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ