বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রবীন্দ্রভারতীতে ইসি বৈঠক বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠক বন্ধ করার নির্দেশ দিল উচ্চশিক্ষা দপ্তর। শুক্রবার দপ্তরের তরফে রেজিস্ট্রারকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। ২৯ এপ্রিল বৈঠকটি হওয়ার কথা ছিল। সরকারের তরফে বলা হয়েছে, ছাত্রস্বার্থে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, এমন কোনও বিষয় এজেন্ডায় নেই। হাইকোর্টের নির্দেশ কার্যকর করার জন্য এই মিটিংয়ের প্রয়োজন নেই। তাছাড়া, এজেন্ডায় বেশ কিছু বিষয় রয়েছে যা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি (কন্ট্রোল অ্যান্ড এক্সপেন্ডিচার) অ্যাক্ট, ১৯৭৬-কে লঙ্ঘন করছে। তাছাড়া এই বৈঠক আহ্বান করায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি (টার্মস অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস অব দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ম্যানার অ্যান্ড প্রসিডিওর অব অফিশিয়াল কমিউনিকেশন) রুল, ২০১৯-এর ৩(৫) বিধিকেও লঙ্ঘন করছে। তাছাড়া ভোট চলাকালীন আদর্শ আচরণবিধির বিষয়টিও মাথায় রাখতে বলা হয়েছে। অন্যদিকে, শিক্ষক সমিতি আরবুটার দাবি, ওই বৈঠকে তাঁদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হতো। এছাড়া, চার বছরের ডিগ্রি কোর্সের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার, পিএইচডি রেগুলেশন প্রভৃতি জরুরি বিষয়েও আলোচনা হওয়ার ছিল। সরকারের নির্দেশে সেগুলি অনিশ্চিত হয়ে পড়ল। 

27th     April,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ