বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

এত গরমে এতদিন ধরে নির্বাচন! নির্ঘাত বিজেপির চক্রান্ত, তোপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বুধবার দুপুর সাড়ে তিনটে। সূর্যের প্রখর তেজে বুদবুদের সভাস্থল যেন অগ্নিকুণ্ডের হয়ে রয়েছে। সভায় আসা শাসকদলের কর্মী সমর্থকদের পাশাপাশি পুলিস প্রশাসনের লোকজনদেরও নাভিশ্বাস। মঞ্চে উঠে তা উপলব্ধি করেই গরমে নিজের কষ্টের কথা বলতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। এক লহমায় একাত্ম হয়ে গেলেন সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিস প্রশাসনের কর্মীদের সঙ্গেও। তিনি বলেন, আমার প্রচণ্ড লু লেগেছে। হেলিকপ্টারটা আগুনের মতো হয়ে থাকে। যেন হিট চেম্বার। আজ শরীরের সব জল শুকিয়ে গেল। ২৫ দিন ধরে ঘুরছি। এরপরই তিনি সুর চড়িয়ে বলেন, তিন মাস ধরে নির্বাচন চলছে! প্রতিবার দেখতাম ৮ থেকে ১৩ মে ম঩ধ্যে নির্বাচন শেষ হয়ে যেত। নির্ঘাত বিজেপির কোনও চক্রান্ত আছে, না হলে জুন মাসের চার তারিখ পর্যন্ত কোনও নির্বাচন নিয়ে যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হবে। পড়ুয়ারা স্কুলে, কলেজে ভর্তি হবে। ইসিআই কিছুই বোঝে না! এত গরমে মানুষ কত কষ্ট পায়। মাথায় একটা ছাতা বা একটা কাপড় নিলে এই গরম আটকানো যায় না। যাঁরা বড় নেতা তাঁরা ঠান্ডা করে বসে থাকে। ঠান্ডা ঘরে বসে নির্দেশ দেয়। যাঁরা মাটিতে চষে বেড়ায় তাঁরা বোঝে মাটির গরম কতটা। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, এই গরমেও যে আপনারা সভায় এসেছেন আপনাদের পা-গুলিকে আমার প্রণাম জানাই। মাথাগুলিকে সম্মান জানাই। এদিনের সভা শেষেও ফের গরম নিয়ে সরব হন তিনি। তিনি বলেন, এতটা গরম যে চোখে চশমা পর্যন্ত রাখতে পারছি না। ঘেমে যাচ্ছি। লু বইছে, তবু বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। আপনাদের আশীর্বাদ নিয়ে আরও একমাস লড়ে দেব। আপনারা আমাদের পাশে থাকবেন তো? ওদের ভয় পাবেন না। ওঁরা আপনারা খাবার, ধর্ম সব বন্ধ করে দিতে চাইছে। কোচবিহারে ভোট দিতে যাওয়ার সময়ে ওরা আটকেছিল। প্রতিবাদ করাতে পিছু হটেছে। এই গরমে এতদিন ধরে ভোট করাচ্ছে আপনারাও বিজেপির বিরুদ্ধে গর্জে উঠুন।

25th     April,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ