বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাজ্যে লোকসভা ভোটের প্রথম এবং দ্বিতীয় দফার ছ’টি আসনে স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (সিইও অফিস) জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় দফায় মোট ১৮৬২টি বুথ স্পর্শকাতর।  প্রথম দফায় কোচবিহারের ২০৪৩টি  বুথের মধ্যে ১৯৬টি, আলিপুরদুয়ারে ১৮৬৭টি বুথের মধ্যে ১৫৯টি এবং জলপাইগুড়ির ১৯০৪টি  মধ্যে ৩৯১টি স্পর্শকাতর বলে জানিয়েছে সিইও অফিস। এছাড়াও দ্বিতীয় দফায়, দার্জিলিঙের ১৯৯৯টি বুথের মধ্যে ৪০০টি বুথ, রায়গঞ্জের ১৭৩০টি বুথের  মধ্যে ৪০৮টি বুথ এবং বালুরঘাটের ১৫৬৯টি বুথে মধ্যে ৩০৮টি বুথ স্পর্শকাতর হিসাবে  চিহ্নিত করা হয়েছে।  লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে স্পর্শকাতর বুথ নির্বাচনে কাজ শুরু করেছিল কমিশন। গত বিধানসভা ভোট ও পঞ্চায়েত  নির্বাচনে হিংসার তথ্য পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে  বলে জানা যাচ্ছে। এদিকে, মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে আইপিএস অফিসার শ্রী মুকেশকে সরিয়ে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ওই পদে নতুন আইপিএস আধিকারিক নিয়োগ করল নির্বাচন কমিশন।  মুর্শিদাবাদে নতুন ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রাজা। ২০০৭ ব্যাচের আইপিএস সৈয়দ  কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) পদে ছিলেন। পাশাপাশি শ্রী মুকেশকে আইজিপি, আইবি (২) পদে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন।

17th     April,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ