বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

জিটিএ নিয়োগ দুর্নীতি: সিবিআই অনুসন্ধানে আপাতত স্থগিতাদেশ মিলল না রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিটিএ নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিঙ্গল বেঞ্চের সিবিআই অনুসন্ধানের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য হল সরকার। যদিও মঙ্গলবার মামলার প্রাথমিক শুনানির পর সিঙ্গল বেঞ্চের নির্দেশে এখনই স্থগিতাদেশ দেয়নি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। উল্টে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে বেঞ্চ। 
এর আগে জিটিএ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি চিঠির প্রেক্ষিতে এই ব্যাপারে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বিচারপতি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানে রাজ্যের কাছে ডিভিশন বেঞ্চের প্রশ্ন ছিল, ‘পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে সমস্যা কোথায়?’
এছাড়া মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘আইনি অধিকার হলেও এখানে নীতির প্রশ্ন জড়িত। দুর্নীতি হয়েছে, তাই তদন্ত হবে। মামলা করে জনগণের অর্থ অপচয় করা হচ্ছে।’ 
সব পক্ষের বক্তব্য শোনার পর রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। রাজ্যকে এই বিষয়ে সমস্ত নথিও তৈরি রাখতে বলা হয়েছে। এই মামলার ফের শুনানি ১৮ এপ্রিল।

17th     April,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ