বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

দাড়িভিট: আদালতে হাজিরা তিন কর্তার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাড়িভিট কাণ্ডে অবশেষে হাইকোর্টে হাজিরা দিলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। আদালতের নির্দেশমতো সোমবার নবান্ন কনফারেন্স রুম থেকে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি (সিআইডি) জানান, এনআইএ’কে তদন্তের নথি হস্তান্তর করা হয়েছে। তাঁরা আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়ায় মধ্যে রয়েছে। তিন শীর্ষস্থানীয় আধিকারিকের বক্তব্য শোনার পর বিচারপতি রাজাশেখর মান্থা জানান, মামলাটি ডিভিশন বেঞ্চে বিচারাধীন থাকায় ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে শীর্ষস্থানীয় তিন প্রশাসনিক কর্তার উদ্দেশে বিচারপতি বলেন, ‘আদালত ডাকলে চেয়ারের উচিত, আদালতের সম্মান রাখা। কোনও ব্যক্তিকে নয়, আদালত চেয়ারকে প্রশ্ন করেছিল। আপনারা সেই চেয়ারের অধিকারী। সুতরাং উত্তর আপনাদেরই দিতে হতো।’

16th     April,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ