বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ফের আইপিএস বদলের নির্দেশে ক্ষুব্ধ মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাজ্যে আইপিএস অফিসার বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি আইপিএস শ্রী মুকেশকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদে তাঁকে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। তাঁর জায়গায় নিয়োগের জন্য এদিনই তিন আধিকারিকের নাম পাঠাতেও নির্দেশ দেয় কমিশন। সূত্রের খবর, বিকেলেই ওই পদে নিয়োগের জন্য তিন আধিকারিক ওয়াকার রাজা, রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও দেবস্মিতা দাসের নাম পাঠানো হয়েছে। 
এদিন কমিশনের এই নির্দেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে তোপ দেগে এদিন মমতা বলেন,    ‘রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে। এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায়, তাহলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।’ এদিন আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা থেকেই পুলিস কর্তার অপসারণ নিয়ে প্রতিক্রিয়া দেন মমতা। তিনি অভিযোগ করেন, ‘যারা চোর তারা গিয়ে বিজেপিতে যোগ দেয়। আমাদের মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল বিজেপির কথায়।’ কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায়, তাহলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি জানি, কারা হিংসা সামলাতে পারে। রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে।’ এর আগে কলকাতা পুলিসের ডিএসপি তথা বিধায়ক লাভলি মৈত্রের স্বামীর সৌম্য রায়ের অপসারণ নিয়েও একইভাবে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। 

16th     April,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ