বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

‘প্রত্যেক পরিবারের কাছে যান, মানুষের সমস্যা বুঝুন’, সাংগঠনিক বৈঠকে পরামর্শ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এলাকার প্রত্যেকটি পরিবারের কাছে যান। মানুষের সমস্যা, অভাব, অভিযোগ জানুন। যে সমস্ত জায়গায় তৃণমূল হেরে রয়েছে, সেখানে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছন। স্ববিস্তারে জানুন, মানুষের মনের কথা। দলের অভ্যন্তরীণ বৈঠকে এই নির্দেশিকা দিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে নিজের লোকসভা কেন্দ্রে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভা ভিত্তিক আলাদাভাবে বৈঠক হচ্ছে। দীর্ঘ সময় ধরে চলছে এই বৈঠক। বিধানসভার আওতাভুক্ত ওয়ার্ড, অঞ্চল, বুথের সামগ্রিক তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। আজ, শুক্রবার বজবজ বিধানসভা কেন্দ্রের বৈঠক দিয়ে শেষ হবে অভিষেকের কর্মসূচি। 
বৃহস্পতিবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ও সাতগাছিয়া বিধানসভার স্থানীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন অভিষেক। দলের সমস্ত নেতা ও কর্মীকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। সূত্রের খবর, এদিন অভিষেক নেতা-কর্মীদের বলেন, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা ও অবহেলা, তা যেন বিধানসভার বুথে বুথে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধার কথা জানান। এলাকার মানুষ কী পেয়েছেন, তা তুলে ধরুন। কোনও সমস্যা থাকলে, তাও জেনে নিন। বিশেষ জোর দিন সেসব জায়গায়, যেখানে তৃণমূল পিছিয়ে রয়েছে। কেন সেখানে তৃণমূল পিছিয়ে রয়েছে, তা পর্যালোচনা করুন। মানুষের মন বুঝুন, তাঁরা কী চাইছেন। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে ভোটের ময়দানে নেমে লড়াই করে, জয়ের ব্যবধান গত লোকসভা ভোটের তুলনায় আরও বাড়ানোর পরামর্শ দেন অভিষেক। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে আশানুরূপ ফল হয়নি, সেই বুথগুলির দিকে বিশেষ নজর দিতে বলেছেন অভিষেক। তাঁর নির্দেশ, ওই বুথগুলিতে হারের আসল কারণ পর্যালোচনা করে সাধারণ মানুষের সঙ্গে বারে বারে কথা বলতে হবে। ভোটারদের অভাব অভিযোগ জানতে বাড়ি বাড়ি যেতে হবে। গত লোকসভা ও বিধানসভা ভোটে পরাস্ত হওয়া বুথগুলিতে কেন তৃণমূলের বিরুদ্ধে জনমত গিয়েছে, তার প্রকৃত কারণ জানতে হবে। বিষ্ণুপুর বিধানসভার নির্বাচনী কমিটির নেতৃত্ব জানিয়েছেন, এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য তাঁরা ৭০ হাজার ভোটের ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখে এগচ্ছে।

29th     March,   2024
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ