বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়:
ভারতসেরা যাদবপুর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানের নিরিখে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান চতুর্থ। সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্য বিশ্ববিদ্যালয় তথা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেও যাদবপুরের স্থান প্রথম। যা বাংলার জন্য গর্বের বিষয়। আলাদা করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হিসেবেও প্রথম দশে রয়েছে যাদবপুর। দশম স্থান দখল করেছে এই রাজ্য বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গোটা দেশের কলেজগুলির মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে পঞ্চমে। খড়দহের রামকৃষ্ণ মিশন–বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রয়েছে প্রথম দশে। স্থান অষ্টম। সোমবার শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২৩’ প্রকাশ করে একথা জানিয়ে দেওয়া হল। রিপোর্ট প্রকাশ করলেন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। 
উদ্বেগের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে প্রতিষ্ঠিত বিশ্বভারতীর স্থান বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ৯৭ তম স্থানে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও বিশ্বভারতীর এই অবনমন উদ্বেগজনক। আর এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইআইইএসটি শিবপুর প্রথম একশোয় স্থান পায়নি। বরং রাজ্য সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যায় রয়েছে ৮৬ তম স্থানে।
গোটা দেশে মোট ৮ হাজার ৬৮৬ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সার্বিক মানের দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ। সপ্তম স্থানে রয়েছে আইআইটি খড়্গপুর। দশম স্থানে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। আলাদা করে স্রেফ ইঞ্জিনিয়ারিং বিভাগের মানের দিক দিয়ে আইআইটি খড়্গপুর জায়গা পেয়েছে ষষ্ঠস্থানে। আর্কিটেকচার এবং প্ল্যানিংয়ে তৃতীয়। রিসার্চ প্রতিষ্ঠান হিসেবে পঞ্চম। 
ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইআইএম কলকাতার স্থান চতুর্থ। আইন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম দশের তালিকায় চতুর্থ স্থান দখল করে নিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস। দেশের সেরা মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান দিল্লির এইমস। সেরা কলেজ মিরিন্ডা হাউস দিল্লি। সেরা বিশ্ববিদ্যালয় আইআইএস বেঙ্গালুরু।

6th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ