বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মহিলাদের আর্থিক ক্ষমতায়ন
নিয়ে মার্কিন কনস্যুলেটের সভা

কলকাতা: মহিলা উদ্যোগপতি ও প্রথমসারির ব্যবসায়ীদের নিয়ে সম্প্রতি দু’দিনের একটি সভার আয়োজন করল কলকাতার মার্কিন কনস্যুলেট। এই সভায় অংশগ্রহণ করেছিলেন  মহিলাদের আর্থিক ক্ষমতায়নের সঙ্গে যুক্ত ভারত, বাংলাদেশ, নেপাল ও আমেরিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা। যোগ দিয়েছিলেন প্রথমসারির ব্যবসায়ী, উদ্যোগপতি ও শিক্ষাবিদরাও। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সমন্বয় ও নেটওয়ার্ক গড়ে তোলাই ছিল এই সভার উদ্দেশ্য। 
এই নেটওয়ার্কিং ও নলেজ শেয়ারিং সভা ছিল ‘উইমেন ওয়েল্ডিং দ্য ওয়ার্কপ্লেস’ প্রকল্পের অঙ্গ। ২০২১ সাল থেকেই এই উদ্যোগ চলছে। মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক এই সভার গুরুত্বের কথা তুলে ধরেন। মার্কিন বিশেষজ্ঞ কিম্বারলে মুরে ও এডনেশা সলসবুরি, বাংলাদেশ সংসদের সদস্য তথা উদ্যোগপতি ও বাংলাদেশ মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সেলিমা আহমেদ এই সভায় উপস্থিত ছিলেন।  পশ্চিমবঙ্গের ৩০টিরও বেশি স্টার্ট আপ সংস্থা এই সভায় যোগ দিয়ে তাদের অভিনব উদ্যোগ প্রদর্শন করে।

6th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ