বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

৬ জুন আরামবাগ সফর

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আগামী ৬ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগে আসছেন। নবজোয়ার কর্মসূচি ঘিরে এখন থেকেই মহকুমাজুড়ে উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে গিয়েছে। কর্মসূচি সফল করতে সংঘবদ্ধ তৃণমূল ব্রিগেড মাঠে নেমেছে। জোর কদমে চলছে প্রস্তুতি। জেলায় জেলায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি জনজোয়ারে পরিণত হয়েছে। জনসভাগুলিতে ভিড় উপচে পড়ছে। আরামবাগেও তার ব্যতিক্রম হবে না বলে জানাচ্ছে নেতত্ব। কর্মসূচি সফল করতে ছোট ছোট কর্মিসভা, মিটিং ও মিছিল করা হচ্ছে। সাংগঠনিক জেলা নেতৃত্বের তরফে রবিবার আরামবাগে অনুষ্ঠিত হওয়া নবজোয়ার কর্মসূচির রুটম্যাপ ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ৬ জুন তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে অভিষেক সকালে পুরশুড়ায় আসবেন। পুরশুড়ার চাপাডাঙা থেকে সামন্ত মোড় পর্যন্ত রোড শোয়ে অংশগ্রহণ করবেন। সেখান থেকে দুপুরে খানাকুলে যাবেন। খানাকুল-১ পঞ্চায়েত এলাকার লাইব্রেরি মাঠে জনসভা করবেন। তারপর খানাকুল ও আরামবাগে পৃথক দু’টি রোড শোতে অংশ নেবেন। সেখান থেকে গোঘাটের কামারপুকুর ও বেঙ্গাই এলাকায় রোড শো করবেন। আরামবাগের বাতানল পঞ্চায়েতের তেলোভেলো ফুটবল মাঠে রাত্রি কাটাবেন। সেখানে অনুষ্ঠিত হবে ভোটাভুটি ও দলের মূল অধিবেশন। এই কর্মসূচি সফল করতে আরামবাগ সাংগঠনিক জেলা নেতৃত্ব তৎপর।

29th     May,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ