বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

প্রকাশিত হল রাজ্য জয়েন্টের রেজাল্ট
প্রথম মহম্মদ সাহিল আখতার, দ্বিতীয় সোহম দাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফলাফল। আজ, শুক্রবার দুপুর ২টো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। জানান, বিকেল ৪টে থেকে ডাউনলোড করা যাবে র‌্যাঙ্ক কার্ড। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে রেজাল্ট দেখা যাবে। মোট ৩০৬ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। তারমধ্যে ৩০৩টি কেন্দ্র ছিল বাংলায়। একটি অসমে এবং বাকি দুটি ছিল ত্রিপুরায়। এবারের জয়েন্টে ৯৯.৪ শতাংশ সফল পরীক্ষার্থী। তাদের মধ্যে ৭২ শতাংশই আবার এই রাজ্যেরই। অন্যান্যরা পরীক্ষার্থী রাজ্যের বাইরের। সাংবাদিক বৈঠকে বোর্ডের তরফে জানানো হয়, ৯৬ হাজার ৯১৩ জন সফল হয়েছেন। তাঁদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন রাজ্য বোর্ডেরই পড়ুয়া।
মলয়েন্দুবাবু জানান, এবারের রাজ্য জয়েন্টে প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র তিনি। দ্বিতীয় হয়েছেন সোহম দাস। তিনি দিল্লি পাবলিক স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্যায়। তিনি বাঁকুড়া বাংলা বিদ্যালয়ের ছাত্রী। চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপাট। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র তিনি। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। তিনি দুর্গাপুরের হেমশালী মডেল স্কুলের ছাত্র। ষষ্ঠ হয়েছেন সোদপুরের নারায়ণ স্কুলের ছাত্র অরিত্র দত্ত। সপ্তম হয়েছেন রাজস্থানের মা ভারতী স্কুলের কিন্তন সাহা। অষ্টমস্থান অধিকার করেছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু, তিনি রাজস্থানের দিশা দেলভি পাবলিক স্কুলের ছাত্র। দশম স্থান অধিকার করেছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র।

26th     May,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ