বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাষ্ট্রপতি হয়ে প্রথমবার বেলুড় মঠ
দর্শন, মন্দিরে প্রার্থনা দ্রৌপদী মুর্মুর

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দু’দিনের কলকাতা সফরের শেষদিনে বেলুড় মঠ দর্শন করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকাল পৌনে ন’টা নাগাদ রাষ্ট্রপতি মঠ প্রাঙ্গণে প্রবেশ করেন। তার আগে বালির জিটি রোড দিয়ে যাওয়ার সময় জানালার কাচ নামিয়ে শহর দেখতে দেখতে যান তিনি।  সফরসঙ্গী ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেলুড় মঠে তাঁকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ, সহকারী সম্পাদক স্বামী বোধশ্বরানন্দ মহারাজ, রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ও মন্ত্রী বীরবাহা হাঁসদা। হলুদ গোলাপের স্তবক তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে। সব মিলিয়ে ৩০ মিনিটের মতো বেলুড় মঠে ছিলেন তিনি।
সেখানে তিনি মূল মন্দির দর্শন করেন। সেখানে প্রার্থনাও করেন। এরপর ব্যাটারি চালিত গাড়িতে মঠ পরিদর্শন করেন। মূল মন্দিরে অর্ঘ্য প্রদান করেন। এরপর স্বামী বিবেকানন্দের সমাধি মন্দির দর্শন করেন। সেখানে নিজেই মহারাজদের কাছ থেকে অর্ঘ্য চেয়ে নেন তিনি। এরপর শ্রদ্ধার সঙ্গে তা নিবেদন করেন স্বামীজির ছবির সামনে। সারদা মায়ের সমাধি মন্দির দর্শন করেন গাড়িতে বসেই। রাষ্ট্রপতির বেলুড় মঠ দর্শন প্রসঙ্গে বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, মঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঠের পক্ষ থেকে তাঁর হাতে শ্রীমা সারদার প্রসাদী শাল ও কাপড় উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়াও উপহারের তালিকায় ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ,  মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের কিছু বই। এরপর সকাল ন’টা কুড়ি মিনিট নাগাদ রাষ্ট্রপতি বেলুড় ছেড়ে বালি জিটি রোড, ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে বেরিয়ে যান সায়েন্স সিটির উদ্দেশে।

29th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ