বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মেধাশ্রীতে টাকা পেলেন
৯০ হাজার ওবিসি পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করেছে কেন্দ্র। কিন্তু আর্থিক সহায়তা যাতে আটকে না যায়, তার জন্য মুখ্যমন্ত্রী মেধাশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন। প্রথম বর্ষেই তাতে ভালো সাড়া মিলল। শুধু তাই নয়, আবেদন জমা শেষ হতে না হতেই সিংহভাগ পড়ুয়ার অ্যাকাউন্টে টাকাও ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, নয়া প্রকল্পের মাধ্যমে রাজ্য আসলে কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিল। 
জানুয়ারি মাসে এই প্রকল্পের সূচনা হয়। মার্চ মাসের ১৫ তারিখ ছিল আবেদনের শেষ দিন। তাতে গোটা রাজ্যে ১ লক্ষ ২৩ হাজার ৫৪৬টি আবেদন জমা পড়ে। এখনও পর্যম্ত তাদের মধ্যে প্রায় ৯০ হাজারের মতো পড়ুয়া টাকা পেয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ৩১ মার্চের মধ্যে বাকিদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা ঢুকে যাবে বলেই আশ্বাস দিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর। এই খাতে রাজ্যের প্রায় ১০ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গিয়েছে। 
উল্লেখ্য, হঠাৎই পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করে দেওয়ার কথা জানায় কেন্দ্র। তাতে বিপাকে পড়তে পারে তারা, সেকথা ভেবেই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের সভা থেকে এমন প্রকল্পের ঘোষণা করেন। পরে তা মন্ত্রিসভার বৈঠকে মান্যতা পায়। তবে যেহেতু প্রকল্প চালু একেবারে শেষ লগ্নে হয়েছে, তাই এবারে আবেদন কিছুটা কম বলেই মনে করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষে আরও বেশি ফর্ম জমা পড়বে বলেই আশাবাদী দপ্তর। 
পুরুলিয়ায় সব থেকে বেশি আবেদন জমা পড়েছিল। এই জেলায় ২৭ হাজারের মধ্যে ১৯ হাজার পড়ুয়া টাকা পেয়ে গিয়েছে। এছাড়াও বাঁকুড়া ও নদীয়ায় ১০ হাজার করে, হুগলিতে ছ’হাজার, পশ্চিম মেদিনীপুরে প্রায় ছ’হাজার পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আধিকারিকদের মতে, কেন্দ্রের মতো রাজ্যে আধার নিয়ে কড়াকড়ি নেই। স্রেফ স্কুলের পড়ুয়া কি না, তা বাংলার শিক্ষার পোর্টাল থেকে যাচাই করে নিয়ে টাকা ছাড়া হয়েছে। 

25th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ